খেলাক্রিকেট

Wasim Akram: পাকিস্তান দলের কালো সত্য সামনে আনলেন ওয়াসিম আকরাম, জানালেন এই তিক্ত সত্যতার কথা

সম্প্রতি পাক্ ক্রিকেট দলের মধ্যে সমঝোতার অভাব ঘটেছে। বাবর আজমকে অধিনায়ক পদ থেকে সরানোর দাবি উঠেছে একাধিক মাধ্যমে।

Advertisement

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা পেসার ওয়াসিম আকরাম সম্প্রতি পাক্ ক্রিকেট দল সম্পর্কে কালো সত্যতা প্রকাশ করেছেন। যা সোশ্যাল মিডিয়ার সংস্পর্শে আসতেই রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে। বলতে গেলে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম নিজের মন্তব্যের মাধ্যমে আলোড়ন সৃষ্টি করেছেন বিশ্ব ক্রিকেটে। হঠাৎ পাক্ প্রাক্তনীর এমন মন্তব্যে রীতিমতো শোরগোল পড়েছে বিশ্ব ক্রিকেটে।

এদিন তিনি বলেন, ‘পাকিস্তান এমন একটি ক্রিকেট দল যার অধিনায়ক এবং কোচ সর্বদা গালাগালি খেয়ে থাকেন। আর সেই কারণে কখনোই তিনি পাকিস্তানের প্রশিক্ষক হিসেবে দায়িত্ব নিতে চাই না।’ তিনি আরও উল্লেখ করেন,’পাকিস্তান ক্রিকেট দল ভালো ফলাফল না করলে সমালোচনা মেনে নিতে কোন অসুবিধা নেই। তবে যেভাবে শুধুমাত্র অধিনায়ক এবং কোচকে নিয়ে সমালোচনা করা হয়ে থাকে তা কখনোই মেনে নেওয়া সম্ভব নয়। শুধুমাত্র সমালোচনা করেও সাধ মেটেনা, রীতিমতো দলের কোচকে গালাগালিও করা হয়।’

পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার ওয়াসিম আকরাম বলেন, ‘দলের মধ্যে অধিনায়ক এবং প্রধান কোচের সাথে যেভাবে দুর্ব্যবহার করা হয় তা কখনোই আমি উপলব্ধি করতে চাইবো না। আমি মনে করি সেগুলো প্রত্যক্ষ করার জন্য আমি মোটেও প্রস্তুত নই। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যম এতই উন্নত যে, কোন কিছু ঘটার সাথে সাথে তা ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। সে ক্ষেত্রে সেখান থেকেও সমালোচনার সাথে সাথে প্রচুর নেতিবাচক মন্তব্য ধেয়ে আসে পাকিস্তানের অধিনায়ক এবং দায়িত্বপ্রাপ্ত কোচের দিকে।’

আপনাদের জানিয়ে রাখি, সম্প্রতি পাক্ ক্রিকেট দলের মধ্যে সমঝোতার অভাব ঘটেছে। বাবর আজমকে অধিনায়ক পদ থেকে সরানোর দাবি উঠেছে একাধিক মাধ্যমে। আর ওয়াসিম আকরাম যদিও এই সিদ্ধান্তের বিরোধিতা করে পাকিস্তান ক্রিকেট দলের ভেতরকার কালো তিক্ততা তুলে ধরেছেন সবার সামনে। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ করেছেন যেন বাবর আজমের হাতেই থাকে পাকিস্তানের অধিনায়কত্ব।

Related Articles

Back to top button