ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে লজ্জা জনক ভাবে পরাজিত করে এই মুহূর্তে বিশ্বকাপের পয়েন্টস টেবিলের শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। গতকাল বিশ্বকাপের ২৯তম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ১০০ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে ভারত। যার পরিপ্রেক্ষিতে ২০২৩ বিশ্বকাপের প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে রোহিত-কোহলিরা। গতকাল টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে ভারতের জয়ের পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ভারতের বোলিং লাইন-আপ। এদিন সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন পাকিস্তানের তারকা ক্রিকেটার ওয়াসিম আকরাম।
ভারত-ইংল্যান্ড ম্যাচ শেষে খেলা পর্যালোচনা করার সময় তিনি বলেন,’এই মুহূর্তে ভারতের বোলিং লাইন-আপ যে বিশ্বের সেরা সে কথা বলে দিতে হয় না। ভারতের বোলাররা যেভাবে ২৩০ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে বোলিং করেছে, তা একপ্রকার বিস্ময়কর। জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সামি এবং মোহম্মদ সিরিজের যদি এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পেস বোলিং ব্যাটন।’
আমরা আপনাদের জানিয়ে রাখি, গতকাল ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ রোহিত শর্মার ৮৭ রানের ইনিংস, সূর্য কুমার যাদবের ৪৯ রানের ইনিংস এবং কে এল রাহুলের ৩৯ রানের ইনিংসের উপর ভর করে নির্ধারিত ওভার শেষে মাত্র ২২৯ রান সংগ্রহ করে টিম ইন্ডিয়া। এদিকে, অল্প রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল ব্রিটিশ দুই ওপেনার।
তবে ব্রিটিশ বাহিনীর উপর প্রথম আঘাত হানেন জসপ্রিত বুমরাহ। এরপর মোহাম্মদ সামির নিখুঁত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারিনি ইংল্যান্ডের কোন ব্যাটসম্যান। দলের হয়ে মোহাম্মদ সামি ৪টি, জসপ্রিত বুমরাহ ৩টি এবং কুলদীপ যাদব ২টি উইকেট দখল করেন। ফলশ্রুতিতে মাত্র ৩৪.৫ বলে সবকটি উইকেট হারিয়ে ১২৯ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ফলশ্রুতিতে, ২২৯ রানের সহজ লক্ষ্যমাত্রা দিয়েও ১০০ রানের বিশাল ব্যবধানে নিজেদের ষষ্ঠ ম্যাচে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।