ক্রিকেটের ময়দানে চির প্রতিদ্বন্দ্বী দুই দল তথা ভারত-পাকিস্তান ম্যাচ মানে হাই ভোল্টেজ সিকিউরিটির সাথে টানটান উত্তেজনা। গতকাল বিশ্বের সবচেয়ে বড় স্টেডিয়াম তথা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নেমেছিল টিম ইন্ডিয়া। যেখানে পাকিস্তানকে লজ্জাজনকভাবে পরাজিত করে গুরুত্বপূর্ণ ২ পয়েন্টস নিয়ে বর্তমানে পয়েন্টস টেবিলের শীর্ষে অবস্থান করছে ভারত। গতকাল ভারত-পাকিস্তান ম্যাচে ক্যামেরায় একাধিক উত্তেজনা পূর্ণ ঘটনা ধরা পড়লেও ক্রিকেট ময়দানের বাইরে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের প্রতি বিরাট কোহলির ব্যবহার দেখে অবাক হয়েছেন ক্রিকেটপ্রেমীরা।
নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে পাকিস্তানের শক্তিশালী দল তাসের ঘরের মতো ভেঙে পড়ে। ৪২.৫ ওভার ব্যাটিং করে সবকটি উইকেট হারিয়ে ১৯১ রান তুলতে সক্ষম হয় বাবর আজমরা। যা ভারতীয় দল ৩ উইকেট হারিয়ে ১৯.৩ ওভার বল হাতে থাকতেই তুলে নেয়।
প্রত্যাশা মত ভারতীয় বোলারদের বিধ্বংসী বোলিং-এর দাপটে ৪২.৫ ওভারে মাত্র ১৯১ রানে গুটিয়ে যায় চলতি বিশ্বকাপের ফেভারিট দল পাকিস্তান। দলের হয়ে সর্বোচ্চ অধিনায়ক বাবর আজম ৫০ রানের ইনিংস খেলেন। এছাড়া ৪৯ রানের ইনিংস খেলেন মোহাম্মদ রিজওয়ান। পাকিস্তানের দেওয়া ১৯২ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ব্যাট হাতে ঝড় তুলতে শুরু করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত ১৬ রানে শুভমান গিল এবং বিরাট কোহলি সাজঘরে ফিরলে শ্রেয়াস আইয়ারের সঙ্গে জুটি বেঁধে ৮৬ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলেন তিনি। ফলশ্রুতিতে, ১৯.৩ ওভার বাকি থাকতে ৭ উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত।
এই নিয়ে বিশ্বকাপের ইতিহাসে টানা ৮ এবার ভারতের কাছে লজ্জাজনক ভাবে হারলো শক্তিশালী পাকিস্তান। ইতিপূর্বে ভারত ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫ এবং সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানকে খারাপ ভাবে পরাজিত করেছিল। তবে ম্যাচ শেষে ভারতীয় ক্রিকেটার বিরাট কোহলির ব্যবহার হৃদয় জিতে নিল কোটি কোটি ক্রিকেটপ্রেমীদের। ম্যাচ শেষে নিজের স্বাক্ষরিত জার্সি পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের হাতে তুলে দেন তিনি। যা পেয়ে আনন্দে আপ্লুত হতে দেখা গেছে পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকেও