Primary School Holiday List: কমল গরমের ছুটি বাড়ল পুজোর ছুটি, দেখে নিন ২০২৫ সালে প্রাইমারি স্কুলের ছুটির তালিকা
আগামী বছর সর্বমোট ৬৫ দিন ছুটি পেতে চলেছে প্রাথমিক শিক্ষার্থীরা।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হলো ২০২৫ সালের ছুটির তালিকা। যেখানে গরমের ছুটির পরিমাণ প্রায় ১০ দিন কমিয়ে বাড়ানো হয়েছে পুজোর ছুটি। অর্থাৎ কাগজে-কলমে মধ্যশিক্ষার সাথে সঙ্গতি রেখে প্রকাশ করা হলো প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা। আমরা আপনাদের বলি, বিগত বছরগুলিতে যখন হাই-স্কুল গুলিতে ছুটি দেওয়া হত, তখন পুজার মধ্যেই শ্রেণীকক্ষে বসে ক্লাস করতে হত প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের। বিষয়টি নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে নানা সময় প্রশ্ন তুলেছিলেন শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী।
তিনি প্রাথমিক শিক্ষা পরিষদের কাছে প্রশ্ন রেখেছিলেন, পূজার মধ্যে কেন হাই স্কুলের শিক্ষার্থীরা ছুটি ভোগ করবেন এবং প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা সেটা থেকে বঞ্চিত হবে? রাজ্যের দুই স্কুলের মধ্যে কেন এত বৈষম্যতা নিয়ে বারবার প্রশ্ন করা হয়েছিল শিক্ষা অনুরাগী ঐক্য মঞ্চের তরফ থেকে। এবার সেই বৈষম্য দূর করতে চলেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
এদিন ২০২৫ সালের ছুটির তালিকা ঘোষণা করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী বছর সর্বমোট ৬৫ দিন ছুটি পেতে চলেছে প্রাথমিক শিক্ষার্থীরা। এছাড়া রবিবারের ছুটি তো থাকছে। তবে গরমের ছুটি ১০ দিন কমিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। শিক্ষার্থীরা ২রা মে থেকে ১২ই মে পর্যন্ত গ্রীষ্মকালীন ছুটি পাবে। পাশাপাশি, ২৬শে সেপ্টেম্বর থেকে একটানা ২৫ দিন পূজা কালীন ছুটি পাবে শিক্ষার্থীরা। যার মধ্যে দুর্গাপুজো, কোজাগরী লক্ষ্মীপুজো, কালীপুজো এবং ভাইফোঁটার ছুটি পাবে শিক্ষার্থীরা। তবে অনেকেই মনে করছেন, বিগত বছর যে হিসেবে গরম পড়েছে, তাতে চলতি বছরেও ধারাবাহিকতা ভেঙে অতিরিক্ত ছুটি ঘোষণা করতে হবে রাজ্য সরকারকে।