নিউজপলিটিক্সরাজ্য

“কেবল ভোটের সময় নয়, নেতাজির পরিবারের সাথে যোগাযোগ থাকে ৩৬৫ দিন”, নেতাজি ভবনে দাঁড়িয়ে বক্তব্য মমতার

"নেতাজি একটা আবেগের নাম। তার পরিবারের সাথে ৩৬৫ দিন যোগাযোগ থাকে", বক্তব্য মমতার (Mamata Banerjee)

Advertisement

কেবল ভোটের সময় নয়, তার সাথে নেতাজি সুভাষ চন্দ্র বসুর পরিবারের যোগাযোগ সবসময়ই থাকে। নেতাজি ভবনে গিয়ে এমনটাই বলতে শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে(Mamata Banerjee)। সেই কারণে, রাজ্য বিধানসভা নির্বাচনের আগে নেতাজি স্মরণও যে আসলে রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তা হয়ে গেল আরও একবার স্পষ্ট।

নেতাজির ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে নেতাজি ভবনে যান মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। প্রথমে নেতাজিকে শ্রদ্ধা জানান তিনি। তারপর বক্তৃতা দিতে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন,”নেতাজি একটা আবেগের নাম। তিনি ছিলেন আদর্শ দেশ নায়ক। নির্বাচনের আগে একদিন আমি নেতাজির পরিবারের খোঁজ নিই না। আমার সাথে তাদের ৩৬৫ দিন যোগাযোগ থাকে। আমরা বুঝি এই পরিবারটা আমাদের জন্য গর্বের।” নেতাজি ভবনে গিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইদিন মনে করিয়ে দেন, নেতাজির জন্মদিনকে জাতীয় ছুটির দিন ঘোষণার জন্য বহুদিন ধরে আবেদন জানাচ্ছে তৃণমূল। তবে সেই দাবি মানা হয়নি। নেতাজি সবাইকে নিয়ে কাজ করেছিলেন, সেই কথাও এইদিন মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। কেন্দ্র নেতাজির জন্মদিনকে পরাক্রম দিবস বলে ঘোষণা করলেও তাতে একদমই খুশি নন মুখ্যমন্ত্রী। এমনটাও এইদিন স্পষ্ট করেন তিনি। তার বক্তব্য,”পরাক্রম দিবস বুঝি না।” এর সাথে নেতাজির প্রতি মোদি সরকার সত্যিই কতটা শ্রদ্ধাশীল, সেই বিষয়েও এইদিন প্রশ্ন তোলেন মমতা। তার বক্তব্য,”নেতাজির প্রতি এত টাই শ্রদ্ধা থাকলে কেন তুলে দেওয়া হল প্ল্যানিং কমিশনকে?”

নেতাজির জন্মদিনকে ঘিরে শুরু হয়েছে কেন্দ্র রাজ্যের টক্কর। নির্বাচনের আগে নেতাজিকে কেন্দ্রকের বাঙালি আবেগকে অস্ত্র করেই রাজনৈতিক সুফল ঘরে তুলতে মরিয়া শাসক- বিরোধী দু’ পক্ষ৷ নেতাজির জন্মদিন উপলক্ষে এ দিনই কলকাতায় আসার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির৷ পাল্টা নেতাজির জন্মদিনকে দেশনায়ক দিবস হিসেবে ঘোষণা করেছে রাজ্য সরকার৷ নেতাজিকে শ্রদ্ধা জানিয়ে শ্য়ামবাজার থেকে গাঁধি মূর্তি পর্যন্ত পদযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি নেতাজির নামে বিশ্ববিদ্যালয় এবং আজাদ হিন্দ ফৌজের সম্মানে রাজারহাটে সৌধ তৈরির ঘোষণাও করেছেন মুখ্যমন্ত্রী৷

Related Articles

Back to top button