আজ ২১ শে জুলাইয়ের ভার্চুয়াল সভাতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমরা ক্ষমতায় থাকলে আজীবন ফ্রি রেশন পাবে বাংলার মানুষেরা। শুধু ফ্রি রেশন নয় , স্বাস্থ্য পরিষেবা ও শিক্ষার সুযোগ ও পাবে বাংলার মানুষেরা। এর পাশাপাশি তৃনমূলের প্রধান দলনেত্রী বললেন,” আগামী বছর বৃহত্তর ২১ জুলাই হবে।” এদিন টন করোনা ও ঘুর্নিঝড় আমফানে মৃতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
মুখ্যমন্ত্রী এদিন বলেন, করোনা পরিস্থিতিতে সবার আগে ফ্রি রেশনের কথা ঘোষণা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আগামী বছর জুন মাস পর্যন্ত ফ্রিতে রেশন দেওয়া হবে। কিন্তু আগামী বছর ও এই সরকার থাকলে রাজ্যবাসী সারাজিবন ফ্রিতে রেশন পাবে। তিনি আরও বলেন যে তিনি অন্য জায়গা থেকে উপার্জন করবেন। আর সেই টাকা গরিবদের মধ্যে ভাগ করে দেওয়া হবে। এটাই বাংলার সরকারের নীতি-আদর্শ।
তিনি এই মঞ্চে বিরোধীদের বিরুদ্ধেও মন্তব্য রাখেন। প্রত্যেকেই ক্ষতিপূরণ পাবে বলে তিনি আশ্বাস ও দিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, “আগামী বছর বৃহত্তর ২১ জুলাই পালিত হবে। চক্রান্ত ও করোনাকে সরিয়ে একসাথে সমবেত হব আমরা। “