খেলাক্রিকেট

‘ভারতের মাটিতেই বিশ্বকাপ জিতবো আমরা’, পাক ক্রিকেটারদের উদ্দেশ্যে বিরাট বার্তা দিলেন ম্যাথু হেডেন

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাগ্যের বদৌলতে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল পাকিস্তান।

Advertisement

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে সামান্যর জন্য শিরোপা স্পর্শ করতে পারেনি বাবর আজমের দল। বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হেরে রীতিমতো শোকস্তব্ধ পাকিস্তান ক্রিকেট দল। আর বাবর আজমদের উৎসাহ দিতে এবার বিরাট মন্তব্য করলেন পাকিস্তান জাতীয় দলের মেন্টর ম্যাথু হেডেন। এদিন বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যখন পাকিস্তান ড্রেসিংরুমে পৌঁছায় তখন ম্যাথু হেডেন তাদেরকে উৎসাহিত করতে ভারতের প্রসঙ্গ টেনে আনেন। তখন শাহীন শাহ আফ্রিদিদের উদ্দেশ্যে তিনি বলেন,’ভারতের মাটিতেই বিশ্বকাপ জিতবো আমরা।’

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভাগ্যের বদৌলতে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল পাকিস্তান। তবে সেমিফাইনাল থেকে ঘুরে দাঁড়ায় বাবর আজমের দল। নিউজিল্যান্ডকে বিশাল ব্যবধানে পরাস্ত করে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে পাকবাহিনী। তবে ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে মোহাম্মদ রিজওয়ানরা। তারপরেও মাত্র ১৩৮ রানের পুঁজি নিয়ে ইংল্যান্ডের রুদ্ধশ্বাস বের করে দিতে সক্ষম হয় তারা।

১৯ তম ওভারে গিয়ে দলের জন্য জয় সূচক রান সংগ্রহ করতে সক্ষম হয় ইংল্যান্ড। তবে তার পূর্বে চোটের কারণে পাকিস্তান তাদের স্টার বোলারকে হারিয়ে ফেলে। যার ফলশ্রুতিতে বেন স্টোকসের অসামান্য ইনিংসে ম্যাচ জেতে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে অল্পের ব্যবধানে শূন্য হাতে বাড়ি ফিরে হতাশ হয়ে পড়ে টিম পাকিস্তান। তখন বাবর আজমদের উৎসাহ দিতে ম্যাথু হেডেন বলেন,”বিশ্বকাপ জেতার ক্ষমতা রয়েছে তোমাদের। খুব শীঘ্রই সে কাজটি করব আমরা। দলের মধ্যে যে ছোটখাটো ত্রুটি ছিল তা টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় শনাক্ত হয়েছে। আসন্ন ২০২৩ ওডিআই বিশ্বকাপ আমরা ভারতের মাটিতে গিয়ে জিতবো।”

Related Articles

Back to top button