নিউজরাজ্য

Weather Report: দিনভর কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, শুক্রবার কখন কোথায় তুলকালাম, জানুন ওয়েদার আপডেট

Advertisement

মৌসুমী অক্ষরেখার জেরেই বৃষ্টির দাপট দুই বঙ্গে। দেওঘর থেকে ডায়মন্ড হারবারের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত মৌসুমী অক্ষরেখার নির্দিষ্ট অবস্থানের জন্যই চলছে বৃষ্টি। জানা যাচ্ছে, আগামী কয়েকদিন মৌসুমী অক্ষরেখা নিজের জায়গাতেই অনড় থাকবে। শুধুমাত্র পশ্চিমপ্রান্ত উত্তরদিকে নয়, সক্রিয় মৌসুমী অক্ষরেখাটি বিস্তৃত রয়েছে পূর্ব প্রান্তেও। এর অবস্থান পাটনা, দেওঘর, ডায়মন্ড হারবারের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত। পাশাপাশি পশ্চিমী ঝঞ্জাও মধ্য ট্রপোস্ফিয়ারে নিজের আধিপত্য বিস্তার করে রয়েছে।

উল্লেখ্য, দুই প্রাকৃতিক পরিস্থিতির জন্যই গোটা বাংলা জুড়ে চলছে দামাল বৃষ্টি। আপাতত, উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই ভারী থেকে মাঝারি ও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি শুক্রবারেও ভারী বৃষ্টি চলবে হিমালয়ের পাদদেশ সংলগ্ন জেলাগুলিতেও।

আইএমডি কলকাতার পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। দিনভর শনিবার পর্যন্ত কলকাতায় খেপে খেপে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ঘন্টায় ২৪ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। শুক্রবার কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ৫৫ শতাংশ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিনভর মোট বৃষ্টিপাতের পরিমাণ ৯০ শতাংশ হতে পারে।

শুক্রবার কলকাতার তাপমাত্রা থাকবে ৩১° সেলসিয়াস। তবে অতিরিক্ত আপেক্ষিক আদ্রতার জন্য গরম অনুভুতি হবে ৩৭° মতো। কলকাতা, হাওড়া, হুগলিসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনাতে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পাশাপাশি পশ্চিমে অর্থাৎ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে।

আইএমডি কলকাতার আবহাওয়ার খবর অনুযায়ী, ঝোড়ো হাওয়ার পাশাপাশি হালকা ও মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ারে শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উল্লেখ্য কোচবিহার, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরেও মাঝারি থেকে হালকা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তবে পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই দুই বঙ্গে কমবে বৃষ্টির দাপট।

Related Articles

Back to top button