তড়িৎ ঘোষ : সৌরভ গাঙ্গুলি বোর্ড সভাপতি হবার পর ক্রিকেট প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। তিনি কী কী পরিবর্তন করতে চলেছেন, কী কী পদক্ষেপ নিচ্ছেন ভারতীয় ক্রিকেটের জন্য ইত্যাদি জানার জন্য সকলেই উদগ্রীব। দেখে নেওয়া যাক আইপিএল এ এবার কী কী পরিবর্তন হতে চলেছে।
এবারের আইপিএল ৪৫ দিন এর পরিবর্তে প্রায় ৬০ দিনের হতে চলেছে। এর কারণ হিসেবে যেটা বলা হচ্ছে, আইপিএল কমিটি এবার বিকেলের থেকে রাত্রির ম্যাচ বেশি করতে চাইছে। বিকেলের ম্যাচে দর্শক সংখ্যা যেমন কম হয় তেমনি অত্যন্ত গরমে খেলোয়াড় সহ সকলেরই ম্যাচ সুষ্ঠভাবে সংগঠিত করতে অসুবিধা হয়।
অনিল কুম্বলে, ব্র্যান্ডন ম্যাকালাম এর মতো হেভিওয়েট প্রাক্তন ক্রিকেটারদের এবার কোচিং করাতে দেখা যাবে।
পাঞ্জাব-অনিল কুম্বলে
কলকাতা-ব্র্যান্ডন ম্যাকালাম
মুম্বাই-মাহেলা জয়বর্ধনে
দিল্লি-রিকি পন্টিং
ব্যাঙ্গালোর-সাইমন কার্টিচ
হায়দ্রাবাদ-ট্রেভর বেলিস
চেন্নাই-স্টিভেন ফ্লেমিং
রাজস্থান-অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড
এছাড়াও এবার ম্যাচ আটটার পরিবর্তে সাতটায় শুরু করার ব্যাপারে ভাবনাচিন্তা চলছে।