সুশান্তের ফ্ল্যাট ছাড়ার আগে কী করিয়েছিলেন রিয়া? গোপন তথ্য ফাঁস করলেন সিদ্ধার্থ

সুশান্ত মামলার তদন্ত যত এগিয়ে যাচ্ছে, ততই জালে জড়াচ্ছেন রিয়া চক্রবর্তী। রিয়ার মাদক চক্রের সঙ্গে যোগাযোগ নিয়ে তদন্ত শুরু হতে না হতেই নতুন বিপদে ফাঁসলেন রিয়া। দিনকয় ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ…

Avatar

সুশান্ত মামলার তদন্ত যত এগিয়ে যাচ্ছে, ততই জালে জড়াচ্ছেন রিয়া চক্রবর্তী। রিয়ার মাদক চক্রের সঙ্গে যোগাযোগ নিয়ে তদন্ত শুরু হতে না হতেই নতুন বিপদে ফাঁসলেন রিয়া। দিনকয় ধরে সিবিআই জিজ্ঞাসাবাদ করছিল সুশান্তের ফ্ল্যাটমেট সিদ্ধার্থ পিঠানীকে। এবার সিদ্ধার্থই ফাঁস করলেন রিয়া সম্পর্কিত নতুন তথ্য।

সিদ্ধার্থ জানান, গত ৮ জুন রাতে সুশান্তের সঙ্গে রিয়ার ঝগড়া হওয়ার পর রিয়া ভাই সৌভিকের সঙ্গে ফ্ল্যাট ছাড়ার আগে একজন আইটি প্রফেশনালকে ডেকে ৮টি কম্পিউটার হার্ড ডিস্ক থেকে ডেটা নষ্ট করিয়েছিলেন। হার্ড ডিস্কগুলি নষ্ট করানোর সময় সেখানে সুশান্তও উপস্থিত ছিলেন। এরপরই রিয়া ও তার ভাই ফিরে যান।

হার্ড ডিস্কগুলিতে কী ছিল তা অবশ্য বলতে পারেন নি সিদ্ধার্থ। সম্ভবত হার্ড ডিস্কে এমন বিষজয় ছিল যা তাঁরা প্রকাশ্যে আনার পক্ষপাতী ছিলেন না। অনুমান করা হচ্ছে ডিস্কগুলিতে সুশান্ত-রিয়ারই একান্ত মুহূর্তের ছবি বা ভিডিও ছিল। অথবা অন্য কিছুও হতে পারে।

এখন সিবিআই এই ৮টি হার্ড ডিস্কের রহস্য উন্মোচনের দিকে নজর দিয়েছে। খোঁজা হচ্ছে সেই আইটি প্রফেশনালকে যিনি ডিস্কের ডেটা নষ্ট করে দিয়ে গিয়েছিলেন।