রাজীব ঘোষ: ইতিমধ্যে কলকাতা সফরে এসেছেন আর এস এস প্রধান মোহন ভগবত।আর এস এস প্রধান ভগবত দলের সদর দফতর কেশব ভবনে অধিকাংশ সময় আর এস এস এবং ভিএইচপি নেতাদের সঙ্গে বৈঠক করেন।ভগবত বিজেপির রাজ্য নেতৃত্বের সঙ্গেও বৈঠক করেছেন।বিজেপির সঙ্গে বৈঠকে মোহন ভগবত রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের কাছে জানতে চান, রাজ্যে বিজেপি তৃণমূল কংগ্রেসের নীতির বিকল্প কী নীতি তৈরী করেছে?সেই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ,আর এস এস নেতা ভাইয়াজি যোশী, সাংগঠনিক সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা।
তবে ভগবতের প্রশ্নের কোনো জবাব দিতে পারেন নি দিলীপ ঘোষ।আর এস এস প্রধান মোহন ভগবতের প্রশ্ন, বিজেপি লোকসভা নির্বাচনের পর থেকেই রাজ্যে বেড়ে চলেছে।আগামী নির্বাচনে শুধুমাত্র প্রতিষ্ঠান বিরোধিতার উপর নির্ভর করে কী বিজেপি সাফল্য পাবে?বিজেপির কী বিকল্প পরিকল্পনা রয়েছে?যদি সেটা না থাকে, তবে শীঘ্রই তা তৈরী করার নির্দেশ দিয়েছেন ভগবত।পশ্চিমবঙ্গে বিজেপি তৃণমূল বিরোধিতার পাশাপাশি হিন্দুত্বের লাইনে চলে ব্যাপক সাফল্য অর্জন করেছে।
বিজেপির এই উত্থান আটকাতে তৃণমূল নেত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে দিদিকে বলো চালু করে সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়ানোর চেষ্টা করছেন।তাই বিজেপির শুধু প্রতিষ্ঠান বিরোধিতার উপর নির্ভর না করে রাজনৈতিক ভাবে তাদের বিকল্প নীতি তৈরী করা প্রয়োজন।বিজেপির সাফল্য আগামী দিনে বজায় রাখতে গেলে প্রশাসন চালানোর জন্য তাদের নীতি তৈরী করে এগোতে হবে।আর এস এস প্রধান মোহন ভগবত রাজ্য বিজেপি নেতৃত্বকে এই নির্দেশ দিয়েছেন।