ক্রিকেটখেলা

মসনদে মহারাজ! কি হতে চলেছে রবি শাস্ত্রীর ভবিষ্যৎ? জল্পনা তুঙ্গে

Advertisement

অনেক জল্পনার পর শেষমেষ বিসিসিআইয়ের প্রেসিডেন্ট হলেন সৌরভ গাঙ্গুলী। যেকোনো খবরের শিরোনামে রয়েছেন তিনি, সে লর্ডসে জার্সি ওড়ানো হোক, অথবা মাঠে যেকোনো বচসা হোক। যেমন বাইলের প্লেয়ারদের সাথে বচসায় জড়াতেন তেমনি দেশীয় প্লেয়ারদের সাথে জড়িয়ে পড়তেন তিনি। দেশীয় প্লেয়ারদের মধ্যে অন্যতম হলেন ভারতে দলের বর্তমান কোচ রবি শাস্ত্রী। সৌরভ বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই তাই আলোচনার শিরোনামে তারা।

সৌরভ ও শাস্ত্রীর দ্বন্দ্ব শুরু হয় ২০১৬ সালে। তখন বোর্ডের উপদেষ্টা কমিটির প্রধান ছিলেন সৌরভ। তিনি ছাড়াত সেই কমিটিতে ছিলেন শচীন তেন্ডুলকর ও ভিভিএস লক্ষ্মন। ডানকান ফ্লেচার ভারতীয় দলের কোচের পদ ছেড়ে দেওয়ার পর এক বছর দলের টেকনিক্যাল ডিরেক্টরের পদে ছিলেন রবি শাস্ত্রী।

২০১৬ সালে কোচ নির্বাচন প্রক্রিয়ায় আবেদন করেন তিনি। কিন্তু সৌরভ নেতৃত্বাধীন কমিটি কোচ নির্বাচন করেন অনিল কুম্বলেকে। এই নির্বাচনের জন্য শাস্ত্রী বলেন, সৌরভের জন্যই কোচ হতে পারেননি তিনি। জবাবে গাঙ্গুলী বলেন, কোচ হতে গেলে উপস্থিত থেকে ইন্টারভিউ দিতে হয় (প্রসঙ্গত, শাস্ত্রী ইন্টারভিউ দিয়েছিলেন ভিডিও কনফারেন্সের মাধ্যমে)।

তার একবছর পর কুম্বলে কোচের পদ থেকে পদত্যাগ করার পর শাস্ত্রীকে দলের কোচ করেন সৌরভের কমিটি। তারপর শাস্ত্রী বলেন, তাদের মধ্যে বিবাদ মিটে গেছে। শাস্ত্রী যতই বলুক না কেন দুজনের মধ্যেকার বিবাদ এখনও মিটেনি বলেই ঘনিষ্ট মহলের খবর।

তাই সৌরভের নাম বোর্ড প্রেসিডেন্ট হিসেবে ঘোষনা হতেই নেট দুনিয়ায় ট্রোলিং শুরু হয়েছে। এবার সবকিছুতেই সৌরভের কথার গুরুত্ব থাকবে। অনেকক্ষেত্রেই রবি শাস্ত্রীর মত নাও থাকতে পারে। অর্থাৎ বিবাদের সম্ভাবনাও থাকতে পারে। ২০২০ তে টি-২০ বিশ্বকাপ, সেগানে দুজনেল মতের পার্থক্য থাকতেই পারে।

বোর্ডের অন্তরের গুঞ্জন, এতদিন সব ব্যাপারে সৌরভ- শাস্ত্রী জুটির কথাই শেষ কথা। সৌরভ গাঙ্গুলী স্পষ্টভাষী। সেক্ষেত্রে সমস্যায় পড়তে হতে পারে শাস্ত্রীকে।

Related Articles

Back to top button