তড়িৎ ঘোষ : মহেন্দ্র সিংহ ধোনির অবসর প্রসঙ্গ নিয়ে এই মুহূর্তে সরগরম ক্রিকেটমহল। বিশ্বকাপের সেমিফাইনালের পর ধোনিকে আর ভারতীয় দলের জার্সিতে দেখা যায়নি। আপাতত তিনি রাঁচির বাড়িতে পরিবারের সঙ্গে সময় কাটাতে ব্যস্ত। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানুয়ারি এর আগে তাঁর ভারতীয় দলে ফেরার সম্ভাবনা কম।
ধোনির অবসর প্রসঙ্গ নিয়ে এত কথা ওঠায় অত্যন্ত বিরক্ত ভারতীয় কোচ রবি শাস্ত্রী তিনি বলেন যারা ধোনির অবসর নিয়ে কথা বলছে তারা এখনো নিজের জুতো ঠিকঠাক করে বাঁধতে পারে না। তারা আগে দেখুক ধোনি ভারতের ক্রিকেটের জন্য কি কি করেছে তারপর তাকে নিয়ে কথা বলবে। আসলে তাদের কাছে হয়তো কোন টপিক নেই কথা বলার জন্য। ধোনির মধ্যে এখন অনেক কিছু আছে ভারতীয় ক্রিকেটকে দেওয়ার মত তাহলে কেন তাকে আপনারা এত তাড়াতাড়ি অবসর নিয়ে নিতে বলছেন।
এক বছরের মতো সময় আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ হতে। মনে করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেই মহেন্দ্র সিং ধোনি অবসর নেবেন।