কৌশিক পোল্ল্যে: এক মারন ভাইরাস মুহূর্তের মধ্যেই যেন স্তব্ধ করে দিল গোটা বিশ্বের গতিবিধি, অচল করে দিল প্রতিটি দেশের অর্থব্যবস্থা, ভেঙে পড়েছে প্রথম বিশ্বের দেশগুলির স্বাস্থ্যব্যবস্থা। ভাইরাসের করালগ্রাসে বাদ পড়েনি আমেরিকা, সেদেশেই আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি। যদিও ভাইরাসের প্রথম ঝড় সামলে ধীরে ধীরে ছন্দে ফিরছে চীন ও ইতালি। আবার দুশ্চিন্তা বাড়ছে অন্য জায়গায়, ধীরে ধীরে আমেরিকা থেকে করোনার ভরকেন্দ্র হয়ে উঠছে রাশিয়া।
আমাদের দেশের চিত্রটাও যথেষ্ট উদ্বেগজনক, পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গোটা বিশ্বে এখনও পর্যন্ত মৃত্যুসংখ্যা ২লক্ষ ৮৩ হাজারের কিছু বেশি যেখানে ভারতেই মৃত্যু হয়েছে ২২০৬ জন এবং আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৬৭ হাজারেরও বেশি। এমন পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই দুশ্চিন্তায় ভাঁজ বিশেষজ্ঞদের কপালে। কেমন ভাবে নিস্তার মিলবে এই ঘোর বিপর্যয় থেকে তার কোনো সদ্যুত্তর মেলেনি।
ভারতে করোনা মোকাবিলায় যথেষ্ট সাহসী উদ্যোগ নিয়েছেন বলিউডের তারকারা। নানাভাবে নিজের যথাসাধ্য প্রয়াসে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন সেলেবগন। কেউ দুস্থ ব্যক্তিদের রেশন দিয়েছেন তো কেউ দিয়েছেন টাকা। কেউ বা প্রধানমন্ত্রীর তহবিলে দিয়েছেন বড়সড় আর্থিক অনুদান। আবার অনেকেই স্বাস্থ্যকর্মী ও পুলিশকর্মীদের জন্য নিয়েছেন বিশেষ উদ্যোগ, প্রত্যেকের চেষ্টাই যথেষ্ট প্রংশসনীয়।
করোনা নিয়ে নানান প্রচার ও সচেতনতার বানী ছড়িয়ে দেওয়ার পর, আরও একবার করোনা সতর্কতায় মুখ খুললেন ‘বিগ বি’ অমিতাভ বচ্চন। তিনি আমাদের ছেলেবেলায় জীবনযাত্রার প্রসঙ্গ টেনে এনে বর্তমান পরিস্থিতির গুরুত্ব ও ভয়াবহতা সম্পর্কে জানিয়ে দেন সকলকে এবং ভয় না পেয়ে করোনার বিরুদ্ধে সকলের একযোগে এই লড়াই লড়বার কথাও মনে করিয়ে দিলেন তিনি। ‘বিগ বি’র সেই সচেতনতামূলক ভিডিওটি নীচের ওয়ালে রইল, একঝলক দেখে নিন।