রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে সারা বিশ্বকে এ কী বার্তা দিল নরেন্দ্র মোদী! বিশ্ব বাজারে তোলপাড়

প্রাচীনকাল থেকে ভারতবর্ষে শান্তির বাতাবরন তৈরির জন্য বহু মনিষীর আবির্ভাব হয়েছে। "যুদ্ধ নয়, শান্তি চাই" এই বাণী সারা বিশ্বে ছড়ানো হয়েছে। শুক্রবার রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে আবারও একবার এই শান্তির বার্তা দেন…

Avatar

প্রাচীনকাল থেকে ভারতবর্ষে শান্তির বাতাবরন তৈরির জন্য বহু মনিষীর আবির্ভাব হয়েছে। “যুদ্ধ নয়, শান্তি চাই” এই বাণী সারা বিশ্বে ছড়ানো হয়েছে। শুক্রবার রাষ্ট্রসঙ্ঘে দাঁড়িয়ে আবারও একবার এই শান্তির বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন তিনি বলেন, “আমরা এমন একটা দেশ যা বিশ্বকে যুদ্ধ নয়, বুদ্ধ দিয়েছি। শান্তির বার্তা দিয়েছি।” রাষ্ট্রসঙ্ঘের শান্তি মিশনে সবচেয়ে বেশি শহীদ হয়েছেন ভারতীয়রা। তাছাড়া ভারতই বিশ্বকে সন্ত্রাসবাদ নিয়ে সতর্ক করেছে।তিনি ভারতের প্লাস্টিক বন্ধ অভিযানের কথা বলেন।তিনি বলেন, “এখন ভারতে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বন্ধ করার বড় অভিযান চলছে।”

About Author