‘আমি অজানা ছিলাম বন্ধুত্বের শংসাপত্রের প্রয়োজন হয়’ ঠিক এমন কথাই বললেন সুশান্তের বন্ধু সন্দীপ সিংহ। সুশান্তের মৃত্যুর দিন অর্থাৎ ১৪ই জুন উপস্থিত ছিলেন মাত্র দুটি ব্যক্তি। সুশান্তের দিদি মিতু ও বন্ধু সন্দিপ সিংহ। এই দিন সন্দিপের উপস্থিতি নিয়ে অনেকের মনে সংশয় আসে। সন্দিপ ছাড়া আর কেউ ওই স্থানে উপস্থিত কেন ছিল না তা নিয়ে শুরু হয় জল্পনা, এমনকি সুশান্ত ও সন্দিপের বন্ধুত্ব নিয়েও ওঠে নানান প্রশ্ন ও জল্পনা। এবারে সন্দিপ মুখ খুললেন একটি ভারতীয় গণমাধ্যমে, যেখানে তিনি স্পষ্ট বলেছিলেন, ‘I Was Unaware Friendship Requires Certificate’। ঠিক এরপর তিনি নিজের কিছু হোয়াটসঅ্যাপ চ্যাট তুলে ধরেন মিডিয়াতে। চলুন দেখে নিই সন্দিপের চ্যাট বক্স।
পোস্টে তিনি লিখেছেন, “১৪ ই জুন আপনার কথা শুনে আমি নিজেকে থামাতে পারিনি এবং দুঃখে আমি তোমার বাড়িতে ছুটে এসেছি কিন্তু মিতু দিদি ছাড়া আর কেউ উপস্থিত না দেখে হতবাক হয়ে গেলাম। আমি এখনও ভাবছি যে এই সংকটময় সময়ে আপনার বোনের পাশে দাঁড়ানো আমার পক্ষে ভুল ছিল কিনা বা আপনার অন্যান্য বন্ধুদের আসার অপেক্ষা করা উচিত ছিল। ” আদপে কেমন মানুষ এই সন্দীপ? একটু পিছনের দিকে তাকালে জানতে পারবেন যে এও সন্দীপ ২০১৮, মার্চ মরিশাসে বেড়াতে গিয়ে সন্দীপ একটি ছোট ছেলের শ্লীলতাহানি করেন। চলুন বাকিটা সন্দীপের মুখ থেকেই শুনি তাঁর কথা। কিন্তু আগে আমরা একটা প্রুফ দেখবো-
ভিডিও সৌজন্যে – ইন্ডিয়া টিভি