টেক বার্তা

WhatsApp New Feature: এবার কলিংয়ের সাথে মিলবে শিডিউল করার সুবিধা

সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ WhatsApp আবারও নিয়ে আসছে বড় পরিবর্তন। প্রফেশনাল থেকে সাধারণ ব্যবহারকারী—প্রতিদিন কোটি কোটি মানুষ যে অ্যাপ ব্যবহার করেন, তাদের সুবিধার কথা ভেবেই নতুন ফিচার রোল আউট শুরু করেছে সংস্থা। এবার থেকে আলাদা ভয়েস ও ভিডিও কল বাটন আর থাকছে না, তার বদলে একটিমাত্র Unified Call Button যুক্ত করা হয়েছে। এর ফলে ব্যবহারকারীদের কল করা আরও সহজ হয়ে উঠবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

কী পরিবর্তন আসছে?

আগে WhatsApp-এ ভয়েস কল এবং ভিডিও কলের জন্য দুটি পৃথক বাটন থাকত। কিন্তু নতুন আপডেটের পর অ্যাপে দেখা যাবে একটি মাত্র কল বাটন, যেখান থেকে ব্যবহারকারীরা পছন্দমতো ভয়েস বা ভিডিও কল করতে পারবেন। কোম্পানি জানিয়েছে, iOS ব্যবহারকারীদের জন্য এটি রোল আউট শুরু হলেও ধীরে ধীরে সব প্ল্যাটফর্মেই ফিচারটি পৌঁছে যাবে।

নতুন কলিং মেনুর সুবিধা

শুধু একীভূত বাটনই নয়, এবার ব্যবহারকারীরা সরাসরি Calls Tab থেকেই কল শিডিউল করতে পারবেন। পাশাপাশি আসন্ন (upcoming) কলের ডিটেলও দেখা যাবে এক জায়গায়। ফলে আর আলাদা করে বিভিন্ন অপশন খুঁজতে হবে না। প্রযুক্তি সংক্রান্ত একটি রিপোর্টে জানানো হয়েছে, WhatsApp-এর নতুন ফিচারের স্ক্রিনশটে স্পষ্ট দেখা যাচ্ছে—একটি মেনু থেকেই শিডিউলড কল, চলমান কল এবং কলের সমস্ত তথ্য পাওয়া সম্ভব। এতে ব্যবহারকারীদের সময় বাঁচবে এবং ব্যবহার আরও সহজ হবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

গ্রুপ কলেও পরিবর্তন

গ্রুপ চ্যাটের জন্যও WhatsApp নতুন ব্যবস্থা আনছে। এবার থেকে গ্রুপ কল শুরু করার সময় মেনুতে গ্রুপের সব সদস্যের নাম একসাথে দেখা যাবে। ব্যবহারকারীরা চাইলে তালিকা থেকে নির্দিষ্ট সদস্যদের সিলেক্ট করে কল শুরু করতে পারবেন। শুধু তাই নয়, এখান থেকে কল লিঙ্ক তৈরি করা বা ভবিষ্যতের জন্য কল শিডিউল করাও সম্ভব হবে। একবার কল শুরু হলে, মেনু থেকেই নির্বাচন করা যাবে ভয়েস নাকি ভিডিও মোডে কথা বলবেন। ফলে গ্রুপ কল আরও বেশি ফ্লেক্সিবল হয়ে উঠবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

কখন থেকে মিলবে এই ফিচার?

কোম্পানির তরফে জানানো হয়েছে, আপাতত নির্বাচিত কিছু ব্যবহারকারীর জন্য এই ফিচার চালু হয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে সব ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে আপডেটটি। অর্থাৎ খুব শিগগিরই সাধারণ ইউজাররাও একীভূত কল মেনুর অভিজ্ঞতা পাবেন। WhatsApp-এর নতুন Unified Call Menu শুধু আলাদা বাটন বাতিলই করেনি, বরং ব্যবহারকারীদের জন্য কলিং অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও সহজ করে তুলেছে। ব্যক্তিগত হোক বা গ্রুপ কল—এক জায়গা থেকেই সব নিয়ন্ত্রণ করার সুবিধা ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে।

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

Related Articles