কবে শুরু হতে চলেছে IPL? ক্রিকেট মহলে জোড় জল্পনা

ভারতবর্ষ তথা গোটা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল, ব্যয়বহুল ও জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবার সেটি ১৩ তম সংস্করণে পড়লো। ২৯ এপ্রিল থেকে এবারের সংস্করণ শুরু হবে বলে জানা…

Avatar

ভারতবর্ষ তথা গোটা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল, ব্যয়বহুল ও জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট হলো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবার সেটি ১৩ তম সংস্করণে পড়লো। ২৯ এপ্রিল থেকে এবারের সংস্করণ শুরু হবে বলে জানা গিয়েছে এবং মুম্বাইয়ে ২৪ মে ফাইনাল অনুষ্ঠিত হবে বলে বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন।

তবে অফিসিয়াল ভাবে বোর্ডের তরফ থেকে আইপিএলের কোনো সূচি এখনো পর্যন্ত প্রকাশ করা হয়নি। যেটা জানা যাচ্ছে ২৯ এপ্রিল থেকে এবারের আইপিএল শুরু নাও হতে পারে কারণ মে মাসের প্রথম সপ্তাহের আগে বিদেশি প্লেয়ারদের সেভাবে পাওয়া না যাওয়ার সম্ভাবনা।

আরও পড়ুন : নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ হারের পর এই ক্রিকেটারের ওপর রেগে গেলেন ভারতীয় অধিনায়ক

বিদেশি প্লেয়ারদের কবে থেকে পাওয়া যাবে তা স্পষ্টভাবে জানা যাবে আইসিসির বৈঠকে। যদিও আইসিসি বৈঠকের দিনক্ষণ এখনো ঠিক হয়নি এবং ভারতের তরফ থেকে কে এই বৈঠকে অংশ নেবেন সেটাও এখনো জানা যায়নি। তবে বোর্ডের সূত্র থেকে জানা যাচ্ছে ২৯ এপ্রিল শুরু নাও হতে পারে আইপিএল।

About Author