ক্রিকেটখেলা

হাসপাতাল থেকে কবে বাড়ি ফিরবেন সৌরভ গাঙ্গুলি, রইল বড়সড় আপডেট

Advertisement

সৌরভ গঙ্গোপাধ্যায় অর্থাৎ আমাদের দাদার ভক্তদের জন্য খুশির খবর৷ সব কিছু ঠিকঠাক থাকলে বুধবারই হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সৌরভ গঙ্গোপাধ্যায়কে৷ সোমবার ৯ সদস্যদের মেডিক্যাল বোর্ডের বৈঠকের পর হাসপাতালের পক্ষ থেকে শোনানো নয় এরকম আশার কথা।

সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ আলোচনায় বসেছিল নয় সদস্যের একটা মেডিক্যাল বোর্ড৷ বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি-সহ দেশ ও বিদেশের বিশিষ্ট চিকিৎসকেরা আলোচনায় ছিলেন৷ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনায় বসেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি এবং আর কে পণ্ডা৷ চেন্নাই থেকে ফোনে ছিলেন স্যামুয়েল ম্যাথু৷ নিউইয়র্ক থেকেও ছিলেন এক চিকিৎসক৷ ইন্টারভেনশনাল কার্ডিয়োলজিস্ট অশোক শেঠের সঙ্গেও আলোচনা করেছেন হাসপাতালের মেডিক্যাল বোর্ডের চিকিৎসকেরা৷ সৌরভের পরিবারের সদস্যরাও বৈঠকে হাজির ছিলেন৷ সৌরভের শারীরিক পরিস্থিতি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা হয়৷ খতিয়ে দেখা হয় বিভিন্ন মেডিক্যাল রিপোর্ট৷

সৌরভকে ছাড়া প্রসঙ্গে রূপালি বসু জানিয়েছেন, “মঙ্গলবার আবারও আলোচনায় বসবে মেডিক্যাল বোর্ড৷ উনি সুস্থ থাকলে বুধবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে৷ তারপর ওনাকে বেশ কয়েকদিন পর্যবেক্ষণে রাখা হবে৷ তবে কবে স্টেন্ট বসানো হবে, সে বিষয়ে কয়েকদিনের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে৷”

Related Articles

Back to top button