আগামীকাল রাজবংশী মধ্যাহ্নভোজন করবেন অমিত শাহ, পাখির চোখ রাজবংশী ভোটে
বিজেপি নেতাদের মধ্যাহ্নভোজনের পলিটিক্স ক্রমশ ট্রেন্ডিং হয়ে দাঁড়াচ্ছে
একুশে নির্বাচন দোড়গোড়ায় এসে উপস্থিত। এই মুহূর্তে রাজ্যের সমস্ত রাজনৈতিক দলগুলি পূর্ণ উদ্যমে ভোট প্রচারে মাঠে নেমে পড়েছে। গেরুয়া শিবিরের প্রচার করতে মাঝে মাঝেই কেন্দ্রীয় নেতারা বাংলা সফরে আসছেন। আগামীকাল আবারো বাংলা সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বাংলা সফরে এসে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের এলাকায় জনসভা করবেন। আসলে এই জনসভা হওয়ার কথা ছিল বেশ অনেকদিন আগেই। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রীর বাংলা সফরের দিন ইজরাইল দূতাবাসের সামনে বোমাবাজি হওয়ায় জাতীয় নিরাপত্তার স্বার্থে তার বাংলা সফর বাতিল করা হয়েছিল। সেই বাধা মঞ্চে আগামীকাল বক্তৃতা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তবে গেরুয়া শিবিরের কেন্দ্রীয় মন্ত্রীরা বাংলায় এসে একটা নতুন ট্রেন্ড এর জন্ম দিয়েছে। আসলে নির্বাচনের আগে কৃষক থেকে শুরু করে আদিবাসী বা মতুয়া সবাইকে গেরুয়া শিবির নিজেদের স্বপক্ষে রাখতে চাই। তাই বাংলায় বিজেপি শুরু করেছে মধ্যাহ্নভোজনের পলিটিক্স। প্রত্যেকটি কেন্দ্রীয় নেতা বাংলায় এসে তাৎপর্যপূর্ণ কোন কৃষক বাড়ি বা কোন আদিবাসী বাড়ি বা কখনো মতুয়া বাড়িতে মধ্যাহ্নভোজন করেন। আগামীকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মধ্যাহ্নভোজন পলিটিক্সের ধারা অব্যাহত রেখে মধ্যাহ্নভোজন করবেন রাজবংশী গুরু অনন্ত মহারাজার বাড়িতে। আসলে শেষের কয়েকটা বাংলা সফরে অমিত শাহ ও কৃষক বাড়ি, মতুয়া বাড়ি, আদিবাসী বাড়িতে মধ্যাহ্নভোজন ছেড়েছেন। এবার স্বরাষ্ট্রমন্ত্রীর পাখির চোখ রাজবংশী ভোট। তাই তিনি রাজবংশী গুরু অনন্ত মহারাজের বাড়ি বেছে নিয়েছেন।
আগামীকাল অমিত শাহের জন্য রান্না করবেন অনন্ত পত্নী সাবিত্রী রায়। কাল শাহ এর জন্য রাজবংশী খাবার করা হচ্ছে। সকালেই শাহের পাতে পড়বে চালের পিঠে ও নারকেল নাড়ু। অবশ্য বেলা গড়ালে শাহের মধ্যাহ্নভোজন মেনু বেশ ছিমছাম। তাতে আছে ভাত, ডাল, পটল ভাজা, পনির, চাটনি, দই এবং মিষ্টি। মধ্যাহ্নভোজন সেরে তিনি ঠাকুরনগরে সভামঞ্চের দিকে রওনা দেবেন। আগামীকাল ঠাকুরনগরে অমিত শাহ CAA সম্বন্ধে কি বলেন তার দিকে তাকিয়ে রয়েছে গোটা মতুয়া সম্প্রদায়।