Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Pension Scheme for Women: মহিলাদের জন্য এই সরকারি প্রকল্প, প্রতি মাসে মিলবে হাজার টাকা পেনশন

Updated :  Saturday, April 27, 2024 2:47 PM

বিগত কয়েক বছরে ভারতীয় জনগণের জন্য একাধিক কল্যাণমূলক পরিকল্পনা গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী কৃষননিধি যোজনা, স্বচ্ছ ভারত যোজনা, আয়ুষ্মান ভারত যোজনার মত একাধিক লাভজনক স্কিম চালু করেছে কেন্দ্রীয় সরকার। এছাড়া ভারতীয় তরুণীদের জন্য “বেটি বাঁচাও বেটি পড়াও” প্রকল্পের অধীনে “লাডলি বেহন” স্কিমের সূচনাও করেছে কেন্দ্রীয় সরকার। যে পরিকল্পনা গুলির মাধ্যমে বর্তমানে কোটি কোটি মানুষ সুবিধা গ্রহণ করছেন।

তবে আজ আমরা আপনাদের জন্য যে বিশেষ পরিকল্পনার কথা জানাতে চলেছি, সেটি কেন্দ্রীয় সরকার নয় বরং রাজ্য সরকারের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। রাজ্যের বিধবা, বিবাহবিচ্ছিন্না বা বিয়ের পর কোনও কারণে একা থাকতে বাধ্য হচ্ছেন, এমন মহিলারা ‘মুখ্যমন্ত্রী একল নারী সম্মান পেনশন যোজনা’-র অধীনে প্রতি মাসে পেতে চলেছেন মোটা অংকের পেনশন। রাজস্থান সরকারের তরফ থেকে রাজস্থানের স্থায়ী বাসিন্দাদের জন্য এই দুর্দান্ত প্রকল্প চালু করা হয়েছে।

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন: আগেই বলা হয়েছে রাজস্থানের বিধবা, বিবাহবিচ্ছিন্না বা বিয়ের পর কোনও কারণে একা থাকতে বাধ্য হচ্ছেন এমন নারীদের এই প্রকল্পের অধীনে পেনশন দেওয়া হবে। ১৮ বছর উত্তীর্ণ যে কোন বঞ্চিত নারীরা এই প্রকল্পের সুবিধা পাবেন।

কত টাকা পেনশন পাবেন: রাজস্থান সরকারের তরফ থেকে গ্রহন করা এই পরিকল্পনায় ১৮ থেকে ৫৫ বছর বয়সী মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা, ৫৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের ৭৫০ টাকা এবং ৬০ থেকে ৭৫ বছর বয়সী মহিলাদের ১০০০ টাকা করে পেনশন পাবেন। যে সব মহিলাদের বয়স ৭৫ বছরের বেশি, তাঁরা প্রতি মাসে ১৫০০ টাকা করে পেনশন পাবেন।