গত রবিবার কলকাতার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাটিতে যেন বিদায় অনুষ্ঠান হল মহেন্দ্র সিং ধোনির। ম্যাচে পরাজয় ঘটেছে সত্যি, তবে মহেন্দ্র সিং ধোনির সমর্থকদের উদ্দীপনা মোটেই কম ছিল না ২২ গজের ময়দানে। এটাই প্রথম নয়, কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটার গ্রেম স্মিথ সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন,’আমি ধোনির সমর্থকদের দেখে অবাক। কোন শহরে চেন্নাই দল রয়েছে বা কোন স্টেডিয়ামে খেলা হচ্ছে এইসব কোনও ব্যাপারই নয়, ধোনি যেখানে খেলেছে সেখানে হলুদ সমুদ্র দেখা গিয়েছে।’
গত রবিবার কলকাতার বিপক্ষে ২২ গজের ময়দানে মুখোমুখি হয়েছিল শক্তিশালী কলকাতা নাইট রাইডার্স। যেখানে কলকাতার কাছে বড় ব্যবধানে হারতে হয়েছে মহেন্দ্র সিং ধোনিদের। তবে খেলা শেষে নিজের সমর্থকদের বিদায় জানাতে মোটেও ভোলেননি তিনি। সতীর্থদের সঙ্গে নিয়ে মাঠ পরিক্রমা করেন মহেন্দ্র সিং ধোনি। সেই সময় তিনি তার সমর্থকদের উদ্দেশ্যে অটোগ্রাফ করা জার্সি এবং টেনিস বল উপহার দেন। মহেন্দ্র সিং ধোনির সেই উপহার গ্রহণ করতে মরিয়া হয়ে উঠতে দেখা যায় সমস্ত স্টেডিয়ামে উপস্থিত থাকা দর্শকদের।
তবে সবচেয়ে আশ্চর্য ঘটনাটি ক্যামেরা বন্দি হয় ম্যাচ শেষে। হঠাৎ ধরাভাষ্য রুম থেকে ছুটে বেরিয়ে আসেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার। মহেন্দ্র সিং ধোনির দিকে একটি মার্কার বাড়িয়ে দিয়ে অটোগ্রাফ চান তিনি। সুনীল গাভাস্কারের সেই প্রত্যাশা পূরণ করতে মোটেও দ্বিধাবোধ করেননি মহেন্দ্র সিং ধোনি। তবে এদিন সুনীল গাভাস্কর সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন,’দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ভারতীয় দল এবং ভারতবর্ষের জন্য অনেক কিছু দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কে মহেন্দ্র সিং ধোনিকে ভালোবাসে না? ক্রিকেটের মধ্য দিয়ে ও তরুণ প্রজন্মের কাছে রোল মডেল হয়েছে। ধোনি নিজেকে যেভাবে ধরে রেখেছে তা এক কথায় অকল্পনীয় এবং চমৎকার বিষয়।’