বঙ্গ রাজনীতিকে চলছে দলবদল এর পালা। তৃণমূল বিদ্রোহী নেতাকর্মীরা বিজেপিতে গিয়ে যোগদান করছে।ন তবে আজকের ঘটনাটা একটু অন্যরকম হলো। এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো একজন বিজেপি কর্মী। বিষ্ণুপুরের দাপুটে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ তৃণমূলে যোগদান করলেন। গতবছর লোকসভা নির্বাচনের সময়ে একাধিক মামলার কারণে বিষ্ণুপুর যেতে পারেনি বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। তার হয়ে বিষ্ণুপুরের প্রচার করেছিল তার স্ত্রী। কিন্তু এবার তার স্ত্রী সুজাতাই যোগ দিচ্ছে তৃণমূলে।
আজ অর্থাৎ সোমবার তৃণমূল ভবনে এসে শাসক দলে যোগ দিল বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ এর। সোমবার সকালে সুজাতাকে দেখা গিয়েছে তৃণমূলের অন্যতম মুখপাত্র কুনাল এর সাথে। আজ পৌনে ১ টা নাগাদ তৃণমূল ভবনে এসে পৌঁছায় সুজাতা। সেখানে প্রবীণ তৃণমূল সাংসদ সৌগত রায় ও কুণাল ঘোষ তাঁর হাতে তৃণমূলের পতাকা দিয়ে তাকে দলে নিয়ে নেয়। বর্তমানে সৌমিত্র খাঁ বিজেপি সাংসদ ও রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি।
তবে বাড়ির অন্দরের খবর অনুযায়ী জানা যাচ্ছে সৌমিত্র খাঁ ও তার স্ত্রী সুজাতা খাঁ এর সম্পর্কে আর ওতটা বনিবনা নেই। গতবছর লোকসভা নির্বাচনে ভোট প্রচার করে সুজাতার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা যথেষ্ট বেড়েছে। সে বিজেপি মহিলা মোর্চা সভাপতি হতে চেয়েছিলেন। কিন্তু তা সম্ভব নয় বলে জানিয়ে দিয়েছিল বিজেপি নেতারা। অন্যদিকে বাংলা সফরে এসে অমিত শাহ বলেই দিয়েছিলেন, বিজেপিতে পরিবারতন্ত্র একদমই চলবে না। নিজের যোগ্যতায় দলে থাকতে হবে।
অনেকেই মনে করছে সেই কারণেই হয়তো সুজাতা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলো। এবার বিষ্ণুপুর নির্বাচনে স্বামী স্ত্রী যদি মুখোমুখি লড়াইয়ে নামে তাহলে তাদের প্রচার এর ধরন অনেকটা আলাদা হবে বলে মনে করছে রাজনৈতিক বিশেষজ্ঞরা। আর অনেকের মনেই প্রশ্ন আসছে এবার কি তাহলে দলবদলে পালা ভোলবদল করল?