Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

সহবাসের পর বিয়েতে নারাজ প্রেমিক, অপমানে গায়ে আগুন তরুণীর

Updated :  Friday, July 23, 2021 8:52 PM

দীর্ঘদিনের শারীরিক সম্পর্কের পরেও বিয়ে করতে গররাজি প্রেমিক। অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা তরুনীর। ঘটনার জেরে চাঞ্চল্য দক্ষিণ ২৪ পরগনা কুলতলী এলাকায়। বর্তমানে তরুণী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে, যুবকের কঠোর শাস্তির দাবি জানিয়েছে তরুনীর পরিবার। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই তরুণী নাম কৌশল্যা নস্কর এবং তার বয়স মাত্র 19 বছর।

স্থানীয় বাসিন্দাদের থেকে জানা যাচ্ছে বছর দুয়েক আগে প্রতিবেশী যুবক বিভাস এর সঙ্গে প্রণয় সম্পর্কে জড়িয়ে পড়েন কৌশল্যা। ঘনিষ্ঠতা বাড়তে থাকে তাদের মধ্যে। পরিবার সূত্রের খবর, বেশ কয়েকবার কৌশল্যা সঙ্গে সহবাস করেছিল বিভাস। তারপরেই বিভাস কে বিয়ের কথা বলে ওই তরুণী। কিন্তু, ছেলেটি পরবর্তীকালে তার সঙ্গে গররাজি থাকে।

ছেলেটি জানায়, মেয়েটিকে তার পরিবারের সঙ্গে কথা বলতে হবে। সেইমতো কৌশল্যা প্রেমিকের পরিবারের সঙ্গে কথা বলেন। কিন্তু, তরুণীদের বিয়ের প্রস্তাব সম্পূর্ণরূপে নাকচ করে দেয় বিভাসের পরিবার। এমনকি তাদের সম্পর্ক মেনে নিতে চায়নি তার পরিবার। এর পরবর্তীতে মানসিক রূপে অত্যন্ত ভেঙে পড়ে কৌশল্যা। এরপর বিভাস নিজেও তার সঙ্গে সম্পর্ক নাকচ করে দেয়।

তারপরেই অভিমানের বশে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় কৌশল্যা। অপমানে গায়ে কেরোসিন তেল ঢেলে আগুন লাগিয়ে দেয় কৌশল্যা। পরিবারের লোকজন থেকে আশঙ্কাজনকভাবে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনায় বিভাস এবং তার পরিবারের উপরে কুলতলী থানায় মামলা দায়ের করেছে কৌশল্যার পরিবার। ঘটনা তদন্তে নেমেছে কুলতলী থানার পুলিশ। এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।