Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ভারত-পাকিস্তান ম্যাচ কি ভেস্তে যাবে? বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

Updated :  Friday, October 13, 2023 11:11 AM

আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে ২০২৩ বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচটি। পৃথিবীর সবচেয়ে বড় স্টেডিয়াম তথা গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আগামীকাল মুখোমুখি হবে ক্রিকেটের সবচেয়ে মহাশক্তি দুই দেশ ভারত-পাকিস্তান। নিবন্ধের শুরুতে আমরা আপনাদের বলে রাখি, ভারত এবং পাকিস্তানের মধ্যে ওডিআই বিশ্বকাপে এখনও পর্যন্ত মোট ৭টি ম্যাচ খেলা হয়েছে, যার মধ্যে সবকটি ম্যাচে জয় নিশ্চিত করেছে টিম ইন্ডিয়া। ভারত ১৯৯২, ১৯৯৬, ১৯৯৯, ২০০৩, ২০১১, ২০১৫ এবং সর্বশেষ ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানকে খারাপ ভাবে পরাজিত করেছে ভারত।

ফলে চলতি বিশ্বকাপে ভারতের মাটিতে দুর্দান্ত পারফরমেন্স করার লক্ষ্যে দিন গুনছে বাবর আজমরা। অন্যদিকে, টানা জয় অক্ষুন্ন রাখতে চরম প্রস্তুতি গ্রহণ করছে বিরাট কোহলিরা। আগামীকাল দুই চির প্রতিদ্বন্দ্বীর মধ্যে অনুষ্ঠিত হবে বিশ্বকাপের সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটি। তবে চলতি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ উপভোগ করা দুঃস্বপ্নে পরিণত হতে পারে দুই দেশের সমর্থকদের জন্য।

ভারত-পাকিস্তান ম্যাচ কি ভেস্তে যাবে? বড় আপডেট দিল আবহাওয়া দপ্তর

কারণ, ভারত-পাকিস্তান সুপার ম্যাচের আগে বড় আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিন স্থানীয় আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, আগামী ১৪ এবং ১৫ তারিখ বিক্ষিপ্তভাবে দক্ষিণ গুজরাটে এবং আমেদাবাদে বৃষ্টি হতে পারে। যার ফলে বিঘ্ন ঘটতে পারে ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ থেকে শুরু করে নবরাত্রি উৎসবেও। অর্থাৎ, বিক্ষিপ্ত বৃষ্টির কারণে ভারত-পাকিস্তানের মধ্যকর হাই-ভোল্টেজ ম্যাচটি অমীমাংসিত অবস্থায় শেষ হতে পারে। আমরা আপনাদের জানিয়ে রাখি, ইতিমধ্যে ভারত এবং পাকিস্তান নিজেদের প্রথম দুটি ম্যাচে জয়লাভ করেছে।