Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Ranji Trophy 2022: এই মুহূর্তের বড় খবর, বাংলা ছাড়লেন ঋদ্ধিমান সাহা, জানুন বিস্তারিত

Updated :  Friday, May 27, 2022 11:13 AM

আইপিএলে দুর্দান্ত সময় কাটিয়ে বর্তমানে ঋদ্ধিমান সাহা গুজরাট আমেদাবাদে অপেক্ষা করছেন ফাইনাল খেলার উদ্দেশ্যে। দীর্ঘদিন ক্রিকেট জগতের বাইরে থেকেও আইপিএলে নিজেকে দুর্দান্ত ভাবে উপস্থাপন করেছেন বাংলার এই ক্রিকেটার। দুর্দান্ত ফর্মের দিকে তাকিয়ে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল চেয়েছিল রঞ্জি ট্রফি এলিমিনেটর ম্যাচ খেলুক ঋদ্ধিমান সাহা। তবে কার্যত সেই আশা নিরাশায় পরিণত করলেন ঋদ্ধিমান সাহা।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের সভাপতি অভিষেক ডালমিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ঋদ্ধিমান সাহা বাংলার হয়ে রঞ্জি ট্রফি খেলবেন না বলে জানিয়ে দিয়েছেন। তার মন্তব্য, প্রথমবার ঋদ্ধিমান সাহা রঞ্জি ট্রফি খেলবেন না জানালে তাকে পুনঃবিবেচনা করার জন্য অনুরোধ করা হয় ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে। তিনি আরও বলেন, বাংলার ক্রিকেট দল মন থেকে চেয়েছিল অভিজ্ঞ ক্রিকেটার ঋদ্ধিমান সাহা এলিমিনেটর ম্যাচে তাদের সঙ্গী হোক। তবে ঋদ্ধিমান সাহা নাকি স্পষ্ট জানিয়েছেন তিনি বাংলার হয়ে ক্রিকেট খেলবেন না।

যদিও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে দেওয়া এই বার্তার ঘোর বিরোধিতা করেছেন ঋদ্ধিমান সাহার ঘনিষ্ঠ মহল। ঘনিষ্ঠ সূত্রে খবর, পুরো ঘটনা ব্যাখ্যা করছে না ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। কেন বাংলার হয়ে খেললোনা ঋদ্ধিমান সাহা তা স্পষ্ট করুক সিএবি। ঘনিষ্ঠ মহলের এমন মন্তব্যে একাধিক প্রশ্ন উঠেছে সিএবি এর বিরুদ্ধে। তবে কি লোক চক্ষুর আড়ালে ঋদ্ধিমান সাহার সাথে কোনরকম সমস্যায় জড়িয়েছে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন? এই প্রশ্ন এখন ক্রিকেটপ্রেমীদের মনে।

আপনাদের জানিয়ে রাখি, আগামী কাল ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে রওনা দেবে বাংলার ক্রিকেট দল। আগামী ৬ জুন ঝাড়খণ্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল খেলবে বাংলা।