খেলাক্রিকেট

WTC Final: টেস্ট বিশ্বকাপ জয়ের হাতছানি ভারতের সামনে, দেখে নিন পয়েন্টস টেবিলে কোহলিদের অবস্থান

রোহিত শর্মার দল যদি অস্ট্রেলিয়াকে ৪ ম্যাচের সিরিজে ক্লিন সুইপ করে, তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৫৯.৬৪ তে নেমে আসবে।সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর দরজা খুলে যাবে শ্রীলংকার জন্য।

Advertisement

বর্ডার-গাভাস্কর ট্রফির যাত্রাটা দুর্দান্ত হলেও ভারতীয় দলের মূল লক্ষ্য এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তোলা। চলতি বছরেই বিশ্ব টেষ্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। সেখানে পৌঁছাতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারতকে এখন থেকে গুনে গুনে পদক্ষেপ ফেলতে হবে। কারণ চলতি সিরিজে একটি ম্যাচেও পরাজিত হলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর হিসাব যথেষ্ট কঠিন হবে রোহিত শর্মাদের জন্য। এদিন প্রথম টেস্ট ম্যাচে ১৩২ রানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্তমানে সিরিজে ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। তবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে কোন সমীকরণে চলতে হবে ভারতের চলুন জেনে নেওয়া যাক-

সিরিজের প্রথম ম্যাচে জয়ের সাথে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ভারতের নম্বর গিয়ে দাঁড়িয়েছে ৬১.৬৭ তে। অন্যদিকে এই তালিকার শীর্ষস্থানে থাকা অস্ট্রেলিয়ার ঝুলিতে রয়েছে ৭০.৮৩ শতাংশ নম্বর। ন্যূনতম ৬২.৫০ শতাংশ নম্বর অর্জন করতে ভারতকে সিরিজের বাকি থাকা তিনটি ম্যাচের মধ্যে দুটিতে জিততেই হবে। যদি ভারত এমনটা করতে পারে তবে এই তালিকার তৃতীয় স্থানে থাকা শ্রীলঙ্কাকে চ্যাম্পিয়নশিপের রেস থেকে ছিটকে দেওয়া সম্ভব হবে।

এছাড়া অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমানরত চার ম্যাচের টেস্ট সিরিজে বাকি থাকা সবকটি ম্যাচ ভারত জিতলে দলের সেরা সম্ভাব্য নাম্বারের শতাংশ হবে ৬৮.০৬। তখন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাবে টিম ইন্ডিয়া। এদিকে অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মার দল যদি অস্ট্রেলিয়াকে ৪ ম্যাচের সিরিজে ক্লিন সুইপ করে, তাহলে অস্ট্রেলিয়ার পয়েন্ট শতাংশ ৫৯.৬৪ তে নেমে আসবে।সেক্ষেত্রে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর দরজা খুলে যাবে শ্রীলংকার জন্য। কারণ, আসন্ন শ্রীলঙ্কা-নিউজিল্যান্ডের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজে যদি লংকান বাহিনী দুটি টেস্টই জিতে যায় তবে তাদের পয়েন্ট শতাংশ গিয়ে দাঁড়াবে ৬১.১-এ। স্বাভাবিকভাবে তখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের মুখোমুখি হবে শ্রীলংকা।

Related Articles

Back to top button