Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

Yamaha-র দিওয়ালি ধামাকা, অত্যাধুনিক ফির্চাস সহ দামদার ইলেকট্রিক স্কুটার লঞ্চ করতে চলেছে জাপানি সংস্থা

Updated :  Saturday, October 21, 2023 12:29 PM

ভারতের বাজারে এই মুহূর্তে জ্বালানি তেলের ঊর্ধ্বমূল্যের কারণে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে ইলেকট্রিক স্কুটার এবং বাইকের চাহিদা। বিগত এক বছরে সব প্রকারের জ্বালানির তেলের গাড়ি বিক্রি কমেছে প্রায় ১০ শতাংশের বেশি। এমন পরিস্থিতিতে গাড়ি নির্মাণ সংস্থাগুলি নিজেদের ধারাবাহিকতা ভেঙে ইলেকট্রিক গাড়ি নির্মাণে মনোনিবেশ করেছে। ইতিমধ্যে ভারতের বাজারে TVS, Hero, Bajaj সহ একাধিক নতুন কোম্পানি ইলেকট্রিক স্কুটার বিক্রি শুরু করেছে। শুধু তাই নয়, গ্রাহকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হয়ে উঠেছে এইসব ইলেকট্রিক স্কুটার।

এবার ধারাবাহিকতা ভেঙে সেই তালিকায় যুক্ত হতে চলেছে জাপানি গাড়ি নির্মাণ সংস্থা Yamaha। গোপন সূত্রে পাওয়া খবর অনুসারে জানা যাচ্ছে, নিজেদের প্রথম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করার সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছে এই জনপ্রিয় গাড়ি নির্মাণ সংস্থাটি। সর্বাধিক বিক্রি হওয়া স্কুটারের তালিকায় নিজেদের নাম লেখাতে এখন প্রস্তুত এই গাড়ি নির্মাণ সংস্থাটি। যদিও জাপানি এই সমস্ত তরফ থেকে এখনও পর্যন্ত অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি। তবে Yamaha তাদের প্রথম স্কুটারের ডিজাইন বাজারে প্রাপ্ত আর পাঁচটা স্কুটারের থেকে সম্পূর্ণ আলাদা করবে বলে মনে করা হচ্ছে।

কিলার লুকের পাশাপাশি তাদের নতুন এই ইলেকট্রিক স্কুটারে সমস্ত প্রকার অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার লক্ষ্য করা যাবে বলেও মনে করা হচ্ছে। বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ইয়ামাহা তার ইলেকট্রিক স্কুটারে 5 kWh লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ব্যবহার করতে পারে। যা একবার চার্জে ১২০ থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম হবে। যদিও এই মাইলেজ নির্ভর করবে সম্পূর্ণ ড্রাইভিং-এর উপর। দাবি করা হচ্ছে, শক্তিশালী এই ব্যাটারী প্যাকটি সম্পূর্ণ চার্জ হতে ৪ থেকে ৬ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

এছাড়া যদি সময়ের সেরা এই স্কুটারের অত্যাধুনিক বৈশিষ্ট্য সম্পর্কে বলি, তবে এতে নিরাপত্তার জন্য ABS এবং ডিস্ক ব্রেক অপশন দেওয়া হবে। এছাড়াও মোবাইল কানেক্টিভিটি, ব্লুটুথ, সাইড স্ট্যান্ড ইন্ডিকেটর, ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার, লো ব্যাটারি ইন্ডিকেটর, সার্ভিস ইন্ডিকেটরের মত অত্যাধুনিক বৈশিষ্ট্য দেখা যাবে। ইয়ামাহার নতুন এই ইলেক্ট্রিক স্কুটারটি ২০২৫ সাল নাগাদ ১ লাখের কম মূল্যে লঞ্চ করা হতে পারে বলে মনে করা হচ্ছে।