সোনালি যুগ সিরিয়ে আনবে Yamaha RX100, জানুন গাড়িটির দাম
৯০ এর দশকে কম বয়সী থেকে শুরু করে মধ্যবয়স্ক সকলেই রেসিং বাইক হিসাবে ব্যবহার করত এই ইয়ামাহা RX100
ভারতীয় বাজারে দুই চাকার বাইকের চাহিদা বহু পুরনো। বিভিন্ন কোম্পানির বাইক এক এক সময় জনপ্রিয়তার তুঙ্গে পৌঁছে যায়। বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক পছন্দের রেসিং বাইক বা অ্যাডভেঞ্চার ক্যাটাগরির বাইক। সেই প্রয়োজনের কথা মাথায় রেখে বিভিন্ন কোম্পানি নিত্যদিন লঞ্চ করছে নতুন নতুন মডেল। তবে ৯০ এর দশকে সাধারণ মানুষের কাছে বাইক কেনার সময় অপশন ছিল অত্যন্ত কম। তবে একটি বাইক সেই সময় মার্কেটে রাজ করেছিল। আশা করি সকলেই বুঝতে পেরেছেন কোন বাইকের কথা বলা হচ্ছে। প্রতিবেদনে বলা হচ্ছে ইয়ামাহা কোম্পানির RX100 এর কথা।
৯০ এর দশকে কম বয়সী থেকে শুরু করে মধ্যবয়স্ক সকলেই রেসিং বাইক হিসাবে ব্যবহার করত এই ইয়ামাহা RX100। এই বাইকটির লুক ও স্পেসিফিকেশন ছিল সেই টাইমের অনুযায়ী বেস্ট অপশন। তবে মাঝে সময় অনেকটাই কেটে গিয়েছে। এখন সকলেই কম করে হলেও ১৫০ সিসির বাইক ব্যবহার করে থাকেন। তবে আপনি শুনলে অবাক হবেন যে বাইকপ্রেমীদের কাছে এখনও ইয়ামাহা RX100 এর ক্রেজ কমেনি। আর সেই কথা বিচার করেই কোম্পানি আবারও এটিকে বাজারে আনার পরিকল্পনা করেছে।
ইয়ামাহা RX100 বাইকে থাকবে আধুনিক বৈশিষ্ট্য এবং লুক করা হবে আরও আকর্ষণীয়। মনে করা হচ্ছে এই বাইকটি বাজেট সেগমেন্টে বিক্রি করবে কোম্পানি। অনেকেই এখনো অব্দি ওই পুরনো ইয়ামাহা RX100 মডিফাই করে চালাতে পছন্দ করেন। তবে কোম্পানি এবার নতুন লুক এবং শক্তিশালী ইঞ্জিন দিয়ে ফের বাইকটিকে ভারতীয় বাজারে লঞ্চ করতে চলেছে। এটি ফিরে এলে বাইকপ্রেমীরা যে ব্যাপক খুশি হবে তা আলাদাভাবে বলার কোনো দরকার পড়ে না।