Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

মাত্র কয়েক হাজার টাকায় লঞ্চ Yatri-র স্টাইলিশ ই-স্কুটার, এক চার্জে চলবে 110 কিমি – Yatri Electric Scooter

Updated :  Monday, September 1, 2025 7:03 PM
Yatri Electric Scooter

ইলেকট্রিক ভেহিকেল (EV) বাজারে প্রতিদিনই প্রতিযোগিতা বেড়ে চলেছে। দুই চাকার ইলেকট্রিক স্কুটার সেগমেন্টে একের পর এক নতুন সংযোজন হচ্ছে। সেই তালিকায় এবার যুক্ত হল Yatri Electric Scooter। পরিবেশবান্ধব, স্টাইলিশ এবং আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই স্কুটার ইতিমধ্যেই নজর কেড়েছে বহু ক্রেতার।

আধুনিক ডিজাইন ও আরামদায়ক রাইড

যাত্রী ইলেকট্রিক স্কুটারের প্রথম দিকেই চোখে পড়বে এর sleek body line এবং premium finishing। আধুনিক স্টাইলকে মাথায় রেখে তৈরি এই স্কুটার দেখতে যেমন আকর্ষণীয়, তেমনই ব্যবহারেও আরামদায়ক। দীর্ঘ ভ্রমণের কথা মাথায় রেখেই এতে বসানো হয়েছে comfortable seat। রাইডারের হাতের নাগালেই রয়েছে user-friendly handlebar এবং digital display। প্রয়োজনীয় সব তথ্য সহজেই চোখে পড়ে যায়, ফলে গাড়ি চালানো আরও সুবিধাজনক হয়ে ওঠে।

পারফরম্যান্স ও ব্যাটারি সাপোর্ট

এই স্কুটারে ব্যবহার করা হয়েছে high-performance motor, যা মসৃণ গতিবেগ এবং দ্রুত acceleration প্রদান করে। ব্যাটারির ক্ষেত্রে রয়েছে lithium-ion technology। এর বিশেষ বৈশিষ্ট্য হল দ্রুত চার্জ হওয়ার সুবিধা। মাত্র কয়েক ঘণ্টায় ব্যাটারি ফুল চার্জ হয়ে যায়। আর একবার চার্জ করলে এটি গড়ে 90 থেকে 110 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম।

স্মার্ট ফিচার ও আধুনিক প্রযুক্তি

যাত্রী স্কুটার শুধু ডিজাইনে নয়, প্রযুক্তিতেও সমান আধুনিক। এতে রয়েছে:

  • Digital console

  • GPS navigation system

  • Smartphone connectivity

  • Multiple riding modes

সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর regenerative braking system। ব্রেক করার সময়ও ব্যাটারিতে শক্তি সঞ্চিত হয়, ফলে এর সামগ্রিক efficiency অনেকটাই বেড়ে যায়।

রেঞ্জ ও দৈনন্দিন ব্যবহার

শহরের ব্যস্ত ট্রাফিক কিংবা দৈনন্দিন অফিস যাত্রা – উভয় ক্ষেত্রেই যাত্রী স্কুটারের range যথেষ্ট কার্যকরী। একবার চার্জে প্রায় 100 কিমি চলতে পারার কারণে এটি সাধারণ পরিবারের দৈনন্দিন ব্যবহারের জন্য একেবারে আদর্শ। ছোটখাটো ট্রিপ বা উইকেন্ড ঘোরার জন্যও এটি আরামদায়ক সঙ্গী হতে পারে।

দাম ও বাজারে অবস্থান

যাত্রী ইলেকট্রিক স্কুটারের দাম রাখা হয়েছে 1.30 লাখ থেকে 1.50 লাখ এর মধ্যে। এর আধুনিক ডিজাইন, স্মার্ট ফিচার এবং দীর্ঘ রেঞ্জকে বিচার করলে দাম অনেকের কাছেই যুক্তিযুক্ত মনে হবে। বাজারে অন্যান্য ইভি স্কুটারের সঙ্গে প্রতিযোগিতায় এটি গ্রাহকদের পছন্দের তালিকায় দ্রুত জায়গা করে নিতে পারে বলেই মনে করা হচ্ছে।