খেলাক্রিকেট

MS Dhoni: হলুদ জার্সিতে দেখা যেতে পারে আরও একটি আইপিএলে, জানালেন মহেন্দ্র সিং ধোনি

Advertisement

চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির পারফরম্যান্স রীতিমতো নজর কেড়েছে ক্রিকেটপ্রেমীদের। শুরু থেকেই দুর্দান্ত ছন্দে রয়েছেন তিনি। তবে চলতি আইপিএলে অধিনায়ক হিসেবে নন বরং একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএল শুরু হওয়ার দু’দিন পূর্বে দলের দায়িত্ব তুলে দেন রবীন্দ্র জাদেজার হাতে। তবে চলতি আইপিএলে রবীন্দ্র জাদেজার নেতৃত্বে শুরুটা ভালো করতে পারেনি চেন্নাই সুপার কিংস।

আট ম্যাচের মধ্যে ছয় ম্যাচে হেরে বর্তমানে প্লে অফের লড়াই থেকে ছিটকে যাওয়ার উপক্রম হয়েছে চেন্নাই সুপার কিংসের। এমন পরিস্থিতিতে গতকাল চেন্নাইয়ের নেতৃত্ব ছেড়েছেন রবীন্দ্র জাদেজা। মূলত তার অনুরোধে ফের দলের দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। আজ তার নেতৃত্বে প্রথম ম্যাচ খেলতে নেমেছে চেন্নাই সুপার কিংস। দুর্দান্ত ফর্মে থাকা সানরাইজ হায়দ্রাবাদের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাটিং করছে চেন্নাই।

দীর্ঘদিন পর আজ মহেন্দ্র সিং ধোনিকে ২২ গজের মহারণে টস করতে দেখে আনন্দে আত্মহারা হয়ে পড়েন ক্রিকেটপ্রেমীরা। টস করার সময় উপস্থাপক মহেন্দ্র সিং ধোনির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করেন। উপস্থাপক তাকে জিজ্ঞাসা করেন, আগামী দিনেও মহেন্দ্র সিং ধোনিকে কি দেখা যাবে হলুদ জার্সিতে? যার জবাবে এমএস ধোনি হেসে বলেছিলেন যে, “অবশ্যই, আপনি আমাকে হলুদ জার্সিতে দেখতে পাবেন।”

তবে মহেন্দ্র সিং ধোনির প্ল্যানিং একমাত্র মহেন্দ্র সিং ধোনি জানেন। হলুদ জার্সিতে আরো একটি আইপিএল খেলবেন নাকি চলতি আইপিএল তার ক্যারিয়ারের শেষ আইপিএল হতে চলেছে সেটি প্রকাশ্যে আসা এখন সময়ের অপেক্ষা। তবে চলতি আইপিএলে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে টানা ছয় ম্যাচে জয়লাভ করে প্লে-অফে পৌঁছাবে চেন্নাই সুপার কিংস, এমনটা মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

Related Articles

Back to top button