Jio বা Airtel কে টেক্কা দিয়ে এই কোম্পানির প্রিপেড প্ল্যানে পাবেন সর্বোচ্চ দিনের বৈধতা, প্রতিদিন পাবেন ৩ জিবি ডাটা
BSNL-এর নতুন দুই প্ল্যান ৩৯৫ দিনের বৈধতার সাথে আসে
BSNL তার গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে প্রতিদিন। এখানে আমরা আপনাকে BSNL-এর সবচেয়ে সস্তার প্ল্যান সম্পর্কে বলতে চলেছি, যেখানে আপনি সামান্য টাকায় ১২ মাসের মেয়াদ পাবেন। সরকারি টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড তার কম টাকার প্ল্যানে বৈধতার সাথেও আরও অনেক সুবিধা দিচ্ছে। BSNL-এর এই প্ল্যানে আপনার পকেট খালি হবে না এবং আপনার ফোন চলতে থাকবে। আসুন জেনে নেই এই সুবিধাগুলির সম্পর্কে।
আসলে এই সরকারি টেলিকম সংস্থা অন্যান্য কোম্পানির সাথে টেক্কা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আজকাল এই কোম্পানি এমন রিচার্জ প্ল্যান আনছে যে তা টেক্কা দিতে পারে Jio বা Airtel কেও। BSNL-এর এই নতুন দুই প্ল্যান ৩৯৫ দিনের বৈধতার সাথে আসে। কোম্পানির এই প্ল্যানগুলি ২৩৯৯ টাকা ও ২৯৯৯ টাকার। কোন প্ল্যানে কি সুবিধা পাওয়া যায়? জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।
BSNL তাদের ২৩৯৯ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট ডাটা দেবে ৩৯৫ দিনের জন্য। এছাড়া এতে আনলিমিটেড ফ্রি কলিং ও প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। এই প্ল্যান যারা নেবেন তাঁরা ইরোস এন্টারটেনমেন্ট এর ফ্রি আক্সেস পাবেন। অন্যদিকে ২৯৯৯ টাকার প্ল্যানে আপনি ৩৯৫ দিনের জন্য ৩ জিবি প্রতিদিন ইন্টারনেট ডাটা পাবেন। এছাড়া এতে আনলিমিটেড ফ্রি কলিং ও প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস পাওয়া যাবে। জিও বা এয়া র টেল কোম্পানির তুলনায় এই কোম্পানি ২৩ দিন অতিরিক্ত বৈধতা দেয়।