Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

নাড্ডার পাল্টা রোড শো, আজই বর্ধমানে রোড শো করবে তৃণমূল যুব কংগ্রেস

Updated :  Sunday, January 10, 2021 12:50 PM

গতকাল বাংলা সফরে এসে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বর্ধমান শহরে রোড শো করেছিলেন। এবার আজ অর্থাৎ রবিবার বিজেপির পাল্টা রোড শো করবে তৃণমূল যুব কংগ্রেস। শাসকদলের উদ্যোগে বর্ধমান শহরের জিটি রোডে এই রোড শো আয়োজন করা হয়েছে। আজকের রোড শো তে উপস্থিত থাকবেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি সোহম চক্রবর্তী। শাসকদলের পক্ষ থেকে জানানো হয়েছে, বিজেপির রোড শোকে টেক্কা দেওয়ার জন্যই এই রোড শো। এই রোড শো বর্ধমানের টাউন হল থেকে স্টেশন পেরিয়ে কলেজ মোড় পর্যন্ত জিটি রোডে হবে। তাদের রোড শোতে প্রচুর মানুষের সমাগম হবে।

গতকাল বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বর্ধমান শহরে বিরহাটা থেকে কার্জন গেট অবধি রোড শো করেছিলেন। তার রোড শোতে কার্যত নেমেছিল মানুষের ঢল। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে, “এটা তাদের রাজ্যের মধ্যে এক অন্যতম ঐতিহাসিক রোড শো। এত লোক স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করায় বিধানসভা নির্বাচনের ফল কি হতে চলেছে তা আগে থাকতেই বোঝা যাচ্ছে। আগামী নির্বাচনে রাজ্য থেকে তৃণমূলের নাম নিশ্চিহ্ন হয়ে যাবে তার প্রমাণ দিয়েছে আজকের রোড শোতে মানুষের ঢল।”

অন্যদিকে বিজেপির দাবিকে পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। তৃণমূলের পক্ষ থেকে পূর্ব বর্ধমান তৃণমূল জেলা সভাপতি স্বপন দেবনাথ বলেছেন, “বিজেপি তাদের রোড শোতে বাইরে থেকে লোক এনেছিলো। ঝাড়খন্ড থেকে গাড়ি বোঝাই করে লোক এসছিলো। বর্ধমানের বাসিন্দারা সেখানে উপস্থিত ছিল না। অন্য রাজ্য থেকে বিজেপি লোক এনেছিল।” তিনি আরো দাবি করেছেন, “বর্ধমানবাসী বিজেপির সমস্ত কৌশল বোঝে। তাদের রোড শোতে এত ভিড় বর্ধমানবাসীর মনে কোনো প্রভাব ফেলতে পারবে না। এখানকার বাসিন্দারা তৃণমূল কংগ্রেসের ওপর পূর্ণ আস্থা রেখেছে। আজকের রোড শোতে কাতারেরকাতারের শহরে পুরুষ-মহিলারা পদযাত্রায় অংশ নেবে।”