Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

ইউভানের খেলার সাথী জিলাটো, মাথায় ঝুঁটি বেঁধে ভিডিওয় পোজ দিতে ব‍্যস্ত ‘রাজপুত্র’

Updated :  Monday, April 19, 2021 9:29 AM

ইতিমধ্যেই সাতমাসে পা দিয়েছে দুষ্টু ‘রাজপুত্র’। গত মাসেই তার ছয় মাসের জন্মদিন পালিত হয়েছে। ছয় মাসের ইউভান(yuvan)-এর জন্য তার বাবা রাজ চক্রবর্তী (Raj Chakraborty) ও মা শুভশ্রী গাঙ্গুলী (subhasree ganguly) নিয়ে এসেছিলেন হাফ বার্থডে কেক। বার্থডে কেকের উপর ইংরাজিতে লেখাও ছিল ‘Half’ শব্দটি। ইউভানের নামের প্রথম ইংরাজি শব্দ ‘y’ খোদাই করা ছিল। আকাশী রঙের কেকের উপর ছোট উট আইসিং করা ছিল। কিন্তু ইউভান ব্যাজার মুখে কেকের দিকে তাকিয়ে ছিল। হোক না হাফ বার্থডে, তাই বলে কেকও আধখানা! রাগ তো হবেই! শুভশ্রী ইউভানের জন্মদিনের ছবি শেয়ার করেছেন ইন্সটাগ্রামে। নেটিজেনরাও ইউভানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তবে শুধু হাফ কেকেই কি সীমাবদ্ধ থাকতে পারে ‘রাজপুত্র’ ইউভানের জন্মদিন? তাই তার বাবা রাজ তাকে দিলেন একটি বিশেষ উপহার। দেশের একটি প্রথম সারির বিমান সংস্থার উড়ানের ছাড়পত্র ইউভানকে উপহার হিসাবে দিলেন রাজ। রাজ নিজেই টুইটারে এই কথা শেয়ার করে ইউভানের পাসপোর্টে বিমান সংস্থার কর্তৃপক্ষের লেখা শুভেচ্ছাবার্তার ছবি পোস্ট করেছেন। বিমান সংস্থার কর্তৃপক্ষ ইউভানকে বিমানের টিকিটের সঙ্গে একরাশ শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, আগামী দিনে ইউভান নিশ্চয় তাঁদের সফরসঙ্গী হবে।

বিমান সংস্থার ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, দুই বছর বয়সের বেশি ও বারো বছর বয়সের কম শিশুরা যাতে একা উড়ানে সফর করতে পারে, তার জন্য বিমান সংস্থাটির তরফে এই আয়োজন করা হয়েছে। তবে কোনও পূর্ণবয়স্ক যাত্রী তাঁর পরিবারের খুদে সদস্যকে এই টিকিট উপহার দিতে পারেন। ফলে দুই বছর বয়স না হওয়া পর্যন্ত আপাতত ইউভান বিমানে সফর করতে পারবে না বলে জানা যাচ্ছে।

অপরদিকে ধীরে ধীরে বড় হয়ে উঠছে ‘রাজপুত্র’। সম্প্রতি রাজ ইন্সটাগ্রামে ইউভানের একটি ভিডিও শেয়ার করেছেন যেখানে ইউভানকে টেবিলে ভর দিয়ে উঠে দাঁড়াতে দেখা যাচ্ছে। ‘হাম্পটি ডাম্পটি’ গানের সঙ্গে বিভিন্ন মুখভঙ্গীও করছে সে। রাজ হালিশহরের বাড়িতে থাকলেও ইউভানের প্রত্যেক মুহূর্তের ছবি ও ভিডিও শুভশ্রী হোয়্যাটসঅ্যাপ করছেন রাজকে। ইউভানের এই ভিডিওটি শেয়ার করে রাজ নিজেই সেই কথা লিখে শুভশ্রীকে ধন্যবাদ জানিয়েছেন। তবে এর মধ্যেই ইউভান ও তার ডগি দাদা জিলাটো (zelato)-এর মধ্যে রাজ-শুভশ্রীর আদর নিয়ে চলছে কাড়াকাড়ি। সেই অবসরেই তারা দুজনে একসঙ্গে একটি ভিডিওতে ধরা দিয়েছে। ভিডিওতে ইউভানকে ‘কাউন্ট অন মি’ গানের সঙ্গে খেলা করতে দেখা যাচ্ছে। তার মাথায় তার মা বেঁধে দিয়েছেন একটি ছোট ঝুঁটি। জিলাটোর অবশ্য ‘কাউন্ট অন মি’ বা মাথায় ঝুঁটি বাঁধা কোন কিছুতেই আগ্রহ নেই। তার একটু ‘ঘৌ’ ধরনের কোনো গান হলে বা একটু ট্রিট পেলে ভালো হত। তাই সে একবার খুব গম্ভীর হয়ে তার মুখ দায়সারা করে ক্যামেরায় দেখিয়ে পালিয়ে গেছে। জিলাটো চিহুয়াহুয়া প্রজাতির সারমেয়। আফটার অল, তারও একটা প্রেস্টিজ আছে। জিলাটো ও ইউভানের এই ভিডিওটিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।