Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জানেন যে কারণে ছেলেরা রোগা মেয়েদের বেশি পছন্দ করে!

Updated :  Monday, July 29, 2019 4:22 PM

ভারত বার্তা ডেস্ক : বেশিরভাগ ছেলেই নারীদের চিকন শরীর খুব পছন্দ করে। কিন্তু কেন এমনটা? কেন! ব্রিটেনের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন, যে সব নারীদের বয়স 24 থেকে 28 এর মধ্যে পুরুষরা তাদেরকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিচ্ছে। ব্রিটেনের ছাড়াও আরো অন্যান্য নটি দেশের মোট 1300 নারী এবং পুরুষের ওপর এই গবেষণা চালানো হয়েছে। বিভিন্ন বয়সের এবং বিভিন্ন ধরনের নারীদের মোট 21 টি ছবি দেখিয়ে বলা হয়েছিল বেশি থেকে কম আকর্ষণীয় নারীদের ছবি সাজাতে। কিন্তু পুরুষরা 19 বছর বয়সী নারীদের কে বেশি আকর্ষণীয় হিসেবে জানিয়েছেন।

সুস্থ শরীরের গঠনের জন্য দুটি জিনিস থাকা অবশ্যই জরুরি। ১) টিকে থাকা। ২) উৎপাদন ক্ষমতা।

মোটা নারীদের ডায়াবেটিস, হৃদরোগ, উৎপাদন ক্ষমতা কম থাকা এই সমস্ত রোগের সম্মুখীন হতে হয়। যা নারীদের আকর্ষণীয় করে তুলতে একেবারেই সাহায্য করে না। অনেক আগে চর্বিযুক্ত মহিলারাও নিজেদেরকে আকর্ষণীয় করে তুলতে পারতো কিন্তু কিছু গবেষণায় জানানো হয়েছে, মিনিমাম কিছু চর্বি যুক্ত অবস্থার শরীরকে আকর্ষণীয় করে তোলা সম্ভব তারপরে আর সেটা সম্ভব নয়। ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন অব চায়না এর অর্থায়নে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের ১০ জন গবেষক এই গবেষণা চালিয়েছেন। পিয়ার্স সাময়িকীতে এই গবেষণাটি করা হয়েছে।

ভুল করেও প্রেমিক-প্রেমিকের সাথে এই কাজটা আর কখনো করবেন না?