Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

জেনে নিন আজ কোন রাশি শুভ আর কোন রাশি অশুভ!

Updated :  Saturday, July 27, 2019 2:41 AM

২৭ শে জুলাই আজ শনিবার, জোতিষ শাস্ত্রের মতে রাশি অনুযায়ি প্রতিক ব্যক্তির এক একটি দিন এক এক রকম হয়। আজকের দিনটি কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই শুভ আর কোন রাশির ব্যক্তিদের ক্ষেত্রে খুবই অশুভ তা জেনে নিন।

মেষরাশি: জ্বর হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃষরাশি: রাজনীতিতে সুনাম বৃদ্ধি পাবে।

মিথুনরাশি: জাতির শত্রু বৃদ্ধি পাবে।

কর্কটরাশি: অনর্থপাত হবে।

সিংহরাশি: চিকিৎসায় প্রচুর অর্থ ব্যয় হবে।

কন্যারাশি: দাম্পত্য জীবন সুখের হবে।

তুলারাশি: পরের উপকারে আনন্দ পাবেন।

বৃশ্চিকরাশি: সম্মান লাভ করবেন।

ধনুরাশি: ভুল বোঝাবুঝির সম্ভাবনা বেশি।

মকররাশি: সুনাম হানি হবে।

কুম্বরাশি: লটারিতে অর্থ প্রাপ্তির যোগ রয়েছে।

মীনরাশি: অস্থিরতা ভাব প্রচন্ডভাবে বেড়ে যাবে।