ঠিক কোন সময় নারীদের শারীরিক মিলনের আশক্তি কম হয়, কি কারণ রয়েছে এর পিছনে? জেনে নিন

ভারত বার্তা ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের শারীরিক মিলনের প্রতি আশক্তি কমতে থাকে৷ এমনকি সমবয়সের পুরুষের থেকে নারীরা এই বিষয়ে বেশ পিছিয়ে থাকেন। এ ছাড়াও একটা বয়সের পর…

Avatar

ভারত বার্তা ডেস্ক : বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নারীদের শারীরিক মিলনের প্রতি আশক্তি কমতে থাকে৷ এমনকি সমবয়সের পুরুষের থেকে নারীরা এই বিষয়ে বেশ পিছিয়ে থাকেন। এ ছাড়াও একটা বয়সের পর শারীরিক মিলনে আগ্রহ হারিয়ে ফেলেন তারা। তবে কেন নারীদের ক্ষেত্রে এমন হয়? ঠিক কি কারণ রয়েছে এর পিছনে? চলুন জেনে নিন।

মূলত ঋতুস্রাবের পর অনেক মহিলাই শারীরিক সুখে বঞ্চিত হন নিজের শারীরিক কারণে। এই সময় যৌনাঙ্গের শুষ্কতা বৃদ্ধি পায়, যৌন মিলনের সময় প্রচন্ড ব্যাথাও অনুভব হয়। আর এর জন্য এই বয়সে এসে শারীরিক মিলন থেকে মুখ ফিরিয়ে নেন মহিলারা৷ অবশ্য চিকিৎসার মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে আরও দেখা গেছে, শুধু ঋতুস্রাবের পর নয়, বয়স বাড়লেও শারীরিক ক্ষমতা কমে আসে। এতে কমে যৌনতার চাহিদাও।

ব্যক্তির যৌন ক্ষমতা পরিমাপ করা যায় এই নিয়মে, দেখে মিলিয়ে নিন!