Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

মোহনবাগানের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে কি বললেন ‘সবুজ তোতা’? শুনুন

ওয়েব ডেস্ক : বাগানের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না মোহনবাগানের প্রাণ ভোমরা "সবুজ তোতা" হোসে রাম্যিরেজ ব্যারেটো। বাগানের বর্ষপূর্তি অনুষ্ঠান প্রতি বছরের মতো এই বছরও পালন করা হয় ২৯ জুলাই…

Avatar

ওয়েব ডেস্ক : বাগানের বার্ষিক অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন না মোহনবাগানের প্রাণ ভোমরা “সবুজ তোতা” হোসে রাম্যিরেজ ব্যারেটো। বাগানের বর্ষপূর্তি অনুষ্ঠান প্রতি বছরের মতো এই বছরও পালন করা হয় ২৯ জুলাই তে। সেখানে প্রতিবারের মতো এইবারেও চাঁদেরহাট দেখেছে গোটা ময়দান বর্তমান থেকে প্রাক্তনী সবুজ মেরুনের প্রায় সব পরিচিত মুখ উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে ব্যতিক্রম শুধুই ব্যারেটো। অনুষ্ঠানের দুদিন পর অর্থাৎ আজ সকালে ফেসবুক পোস্টের মাধ্যমে সমস্ত ক্ষোভ উগড়ে দেন “সবুজ তোতা”। ব্যারেটো এদিন ফেসবুকে লেখেন ‘মোহনবাগান আমার জীবনের অনেকটা জায়গা জুড়ে বিরাজ করছে ক্লাবের জার্সি তুলে রেখেছি কয়েকবছর হলো কিন্তু প্রাক্তনী হয়ে যাওয়ার পর বাগান থেকে তেমন সম্মান পাই নি কোনোদিন। এমনকি ক্লাবের অনেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় নি আমায়।’ বাগান জার্সিতে প্রায় ৩০০ এর কাছাকাছি গোল করা ব্যারেটোর সাথে এরূপ আচরণে হতবাক সকলেই।

রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছে প্রকাশ করলেন রোনাল্ডো

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now
About Author