আমরা যেমন জানি ডিম আমাদের স্বাস্থ্যের জন্যে খুব উপকারী খাবার। তেমনি ডিম চুল ও ত্বকের জন্যেও খুব উপযোগী একটি পদার্থ।আমরা আপনাদের মুখে ডিম লাগালে কি কি উপকারিতা পাবেন তার তথ্য নিয়ে হাজির আজ। ডিমে রয়েছে ভিটামিন, মিনারেল, প্রোটিন এবং ফ্যাটি অ্যাসিড, যা ক্ষতিগ্রস্ত ত্বক মেরামত করতে সাহায্য করে। এটি লাগালে ত্বকের বন্ধ ছিদ্র খুলে যায় এবং ঝুলে থাকা ত্বকও টানটান হয়। বিশেষ বিষয় হল ডিমের সাদা অংশে অ্যালবুমিন নামক প্রোটিন পাওয়া যায় যা ত্বকের উপরিভাগের বড় ছিদ্রগুলোকে সঙ্কুচিত করে এবং ত্বক ঝলে পরা থেকে ও রিংকেল থেকে মুখকে মুক্তি দেয়। ত্বককে উজ্জ্বল করে তোলায় ও অ্যালবুমিন সাহায্য করে।
কিভাবে মুখে ডিম লাগাবেন জেনে নিন পদ্ধতিগুলো:-
প্রথমে একটি পাত্রে ডিম ভেঙ্গে নিতে হবে। তারপর চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিন। পাত্রে কিছুক্ষণ রাখার পর মুখে লাগান। প্রায় 10 মিনিট পরে আপনি আপনার মুখ জল দিয়ে ধুয়ে ফেলবেন।
ডিমের ফেসপ্যাক মুখে লাগালে কি কি উপকার পাওয়া যায় আসুন দেখে নেই:-
১) কয়েকদিনের মধ্যেই দেখবেন আপনার মুখ উজ্জ্বল হয়ে উঠছে। ডিমের ফেসপ্যাক লাগালে অবশ্যই গন্ধ আসতে পারে। এই পরিস্থিতি এড়াতে ডিমের হলুদ(কুসুমটি) অংশ তুলে ফেলতে পারেন।
২) ডিমের এই ফেসপ্যাক দিয়ে আপনার ত্বক হয়ে উঠবে টানটান। এছাড়াও দীপ্তি আসবে মুখে।
৩) ত্বক বিশেষজ্ঞরা বলছেন ডিমের এই ফেসপ্যাক মুখে লাগালে মুখে থাকা ব্রণের দাগ ও কালো ছোপ দূর হয়ে যাবে।
৪) এছাড়া ডিমের ফেসপ্যাক বলিরেখা দূর করতেও বেশ উপকারী। এটি ত্বককে সতেজ ও মুখে কম বয়সী উজ্জ্বলত বজায় রাখতেও সক্ষম।
এই তথ্যের যথার্থতা, সময়োপযোগীতা এবং সত্যতা নিশ্চিত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করা হয়েছে। তবে এটা ভারত বার্তার নৈতিক দায়িত্ব নয়। দয়া করে কোনো প্রতিকার চেষ্টা করার আগে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করার জন্য অনুরোধ করছি আমরা। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র আপনাকে তথ্য প্রদান করা।