Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

কুয়াশার কারণে ৩ মাস সম্পূর্ণ বাতিল পূর্ব রেলের ১২ টি ট্রেন, আংশিকভাবে বাতিল আরও কিছু ট্রেন, রইলো তালিকা

Updated :  Thursday, November 17, 2022 9:56 AM

শীতের পরশ লেগেছে বাংলা সহ ভারতের একাধিক রাজ্যে। ভোরের দিকে এবং বিকেলের দিকে ঘন কুয়াশার দেখা মিলছে। এই কুয়াশার কারণে তিন মাস পূর্ব রেল বাতিল করতে চলেছে একাধিক দূরপাল্লার ট্রেন। এই প্রসঙ্গে পূর্ব রেল একটি নোটিশ জারি করে জানিয়েছে যে আগামী ১ লা ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চ মাসের ২ তারিখ পর্যন্ত সম্পূর্ণভাবে বাতিল করা হচ্ছে ১২ টি দূরপাল্লার ট্রেন। পাশাপাশি বেশ কিছু রুটে দূরপাল্লার ট্রেনের সংখ্যা কমানো হয়েছে। আবার কিছু কিছু রুটে আংশিকভাবে বাতিল করা হয়েছে বেশ কয়েকটি ট্রেন। কোন কোন ট্রেন সম্পূর্ণভাবে বাতিল বা কমানো হয়েছে তা জানতে এই প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

সম্পূর্ণভাবে বাতিল ট্রেনের তালিকা:

  1. ২২১৯৮ বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা সুপারফাস্ট এক্সপ্রেস: আগামী ২ ডিসেম্বর থেকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।
  2. ২২১৯৭ কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি সুপারফাস্ট এক্সপ্রেস: ৪ ডিসেম্বর থেকে আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।
  3. ১৪০০৪ নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস: ১ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার এবং বৃহস্পতিবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  4. ১৪০০৩ মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস: ৩ ডিসেম্বর থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  5. ১২৩৫৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস: ৩ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং শনিবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  6. ১২৩৫৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস: ৫ ডিসেম্বর থেকে আগামী ২ মার্চ পর্যন্ত প্রতি বৃহস্পতিবার এবং সোমবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  7. ১২৩১৭ কলকাতা-অমৃতসর এক্সপ্রেস: ৪ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বুধবার এবং রবিবার ট্রেন বাতিল থাকবে (২৫ ট্রিপ)।
  8. ১২৩১৮ অমৃতসর-কলকাতা এক্সপ্রেস: ৬ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি শুক্রবার এবং মঙ্গলবার ট্রেন বাতিল থাকবে (২৫ ট্রিপ)।
  9. ১২৩৬৯ হাওড়া-দেরাদুন সুপারফাস্ট এক্সপ্রেস: ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সোমবার, বুধবার, বৃহস্পতিবার, শনিবার এবং রবিবার ট্রেন বাতিল থাকবে (৬৪ ট্রিপ)।
  10. ১২৩৭০ দেরাদুন-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস: ২ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার, শুক্রবার, রবিবার এবং সোমবার ট্রেন বাতিল থাকবে (৬৪ ট্রিপ)।
  11. ১৫৬২০ কামাখ্যা-গয়া এক্সপ্রেস: ৫ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি সোমবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।
  12. ১৫৬১৯ গয়া-কামাখ্যা এক্সপ্রেস: ৬ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।

ট্রেনের সংখ্যা কমা রুটের তালিকা:

  1. ১২৯৮৮ আজমেঢ়-শিয়ালদা সুপারফাস্ট এক্সপ্রেস: চলতি বছরের ১ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার ট্রেন বাতিল থাকবে (৩৯ ট্রিপ)।
  2. ১২৯৮৭ শিয়ালদা-আজমেঢ় সুপারফাস্ট এক্সপ্রেস: ২ ডিসেম্বর থেকে আগামী বছরের ১ মার্চ পর্যন্ত প্রতি বুধবার, শুক্রবার এবং রবিবার ট্রেন বাতিল থাকবে (৩৯ ট্রিপ)।
  3. ২২৪০৬ আনন্দবিহার-ভাগলপুর ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস: ৭ ডিসেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বুধবার ট্রেন বাতিল থাকবে (১২ ট্রিপ)।
  4. ২২৪০৫ ভাগলপুর-আনন্দবিহার ত্রিসাপ্তাহিক এক্সপ্রেস: ৮ ডিসেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি বৃহস্পতিবার ট্রেন বাতিল থাকবে (১২ ট্রিপ)।
  5. ১২৩৬৭ ভাগলপুর-আনন্দবিহার এক্সপ্রেস: ১ ডিসেম্বর থেকে আগামী বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার এবং বৃহস্পতিবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  6. ১২৩৬৮ আনন্দবিহার-ভাগলপুর এক্সপ্রেস: ২ ডিসেম্বর থেকে ১ মার্চ পর্যন্ত প্রতি বুধবার এবং শুক্রবার ট্রেন বাতিল থাকবে (২৬ ট্রিপ)।
  7. ১৩০১৯ হাওড়া-কাঠগোদাম এক্সপ্রেস: ৪ ডিসেম্বর থেকে ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি রবিবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।
  8. ১৩০২০ কাঠগোদাম-হাওড়া এক্সপ্রেস: ৬ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতি মঙ্গলবার ট্রেন বাতিল থাকবে (১৩ ট্রিপ)।

আংশিক বাতিল ট্রেনের তালিকা:

  1. ১২১৭৭ হাওড়া-মথুরা সাপ্তাহিক এক্সপ্রেস: ২ ডিসেম্বর থেকে নয়া বছরের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত যে ট্রেন যাত্রা শুরু করবে, সেগুলি আগ্রা থেকে মথুরার মধ্যে বাতিল থাকবে (১৩ ট্রিপ)।
  2. ১২১৭৮ মথুরা-হাওড়া সাপ্তাহিক এক্সপ্রেস: ৫ ডিসেম্বর থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত যে ট্রেন যাত্রা শুরু করবে, সেগুলি মথুরা এবং আগ্রার মধ্যে বাতিল থাকবে। আগ্রা থেকে যাত্রা শুরু করবে ট্রেনটি (১৩ ট্রিপ)।
  3. ১২৩১৯ কলকাতা-আগ্রা ক্যান্টনমেন্ট সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৭ ডিসেম্বর থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত যে ট্রেনগুলি যাত্রা শুরু করবে, সেগুলি মথুরা এবং আগ্রার মধ্যে চলবে না (১২ ট্রিপ)।
  4. ১২৩২০ আগ্রা ক্যান্টনমেন্ট -কলকাতা সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস: ৮ ডিসেম্বর থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত যে ট্রেনগুলি যাত্রা শুরু করবে, সেগুলি আগ্রা এবং মথুরার মধ্যে চলবে না (১২ ট্রিপ)।