Trending NewsAppleNYT GamesCelebrity NewsWordle tipsBig 12 SoccerCelebrity BreakupsKeith UrbanUnited Nations Day

১২৯ তম জন্ম দিবস বি.আর.আম্বেদকরের, জেনে নিন অজানা কথা

Updated :  Tuesday, April 14, 2020 10:10 PM

শ্রেয়া চ্যাটার্জি – ১৮৯১ সালের এপ্রিল মাসের ১৪ তারিখে জন্ম হয়েছিল বি.আর. আম্বেদকর এর। যার পুরো নাম ভিমরাও রামজি আম্বেদকর। তবে তিনি বাবাসাহেব আম্বেদকর নামেও পরিচিত। আজকে তারই ১২৯ তম জন্মদিন।

প্রতিবছর আম্বেদকর এর জন্মদিন পালন করা হয়, তার অগুনিত অবদানের জন্য। আম্বেদকর জয়ন্তি, ভীম জয়ন্তী নামেও পরিচিত। ২০১৫ সাল থেকে এই দিনটি সাধারণের ছুটির তালিকায় যোগ হয়। আমাদের দেশে দলিতদের সম্প্রদায়কে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আম্বেদকর এই মানুষটির ভূমিকা অপরিসীম। দলিতদের অধিকার নিয়ে লড়াই করার পাশাপাশি ভারতীয় সংবিধান তৈরি করতে তার অবদান কিছু কম নয়।

কলম্বিয়া ইউনিভার্সিটি থেকে তিনি ইকোনমিক্স এর উপর ডক্টরেট করেন। তিনি আইন, অর্থনীতি এবং রাষ্ট্রবিজ্ঞান এর উপরে পড়াশোনা করেছিলেন। ১৯৫৬ সালে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি বহুদিন ধরেই অসুস্থ ছিলেন এবং পরে তিনি বিছানা নেন। বৌদ্ধ ধর্মের উপর তিনি একটি বই লেখেন The Buddha and his Dhamma. ১৯৫৬ সালে ৬ ডিসেম্বর তিনি তার দিল্লির বাড়িতে মৃত্যুবরণ করেন।