মাসে খরচ ৩০০ টাকার কম, পেয়ে যান ৫০ জিবি ডেটা, দুর্দান্ত প্ল্যান আনলো Airtel
করোনা সংক্রমণ রুখতে সবরকম চেষ্টা চালানো হচ্ছে, তবে দিনদিন যেন আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সম্প্রতি যদিও বেশ কিছু পরিষেবা চালু করা হয়েছে তারপরও ‘ওয়ার্ক ফ্রম হোম’ মানতে হচ্ছে বহু কর্মচারীদের। এর ফলে ডেটার চাহিদাও বহুগুণ বেড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের সুবিধার্থে বেশ কিছু রিচার্জ প্ল্যান এনেছে বিভিন্ন টেলিকম সংস্থা। ব্যাতিক্রমী নয় এয়ারটেল, গ্রাহকদের কথা মাথায় রেখে আকর্ষণীয় ডেটা প্ল্যান এনেছে এই সংস্থা।
জানা গিয়েছে ২৫১ টাকার এই প্রিপেইড প্ল্যানটিতে ৫০ জিবি ডেটা পাওয়া যাবে। তবে আগের প্ল্যানের সাথেই এই প্ল্যানটির সুবিধা পাওয়া যাবে। উল্লেখযোগ্য ব্যাপার হল এই প্ল্যানে কোনো ভয়েস কলিং বা এসএমএস এর সুবিধা মিলবে না। এছাড়া আলাদা করে কোনো বৈধতাও থাকবে না, আগের চালু থাকা প্ল্যান যতদিন থাকবে, ততদিনই এই প্ল্যানটি বৈধ থাকবে। প্ল্যানটি কম টাকায় বেশ সুবিধাজনক হবে বলেই আশা করা যাচ্ছে।
তবে লঞ্চ করার কিছুদিন পরই অফিসিয়াল ওয়েবসাইট থেকে এটি তুলে নেওয়া হয়েছিল। যদিও অন্য জায়গা থেকে রিচার্জ করা যাচ্ছিলো, তবে চাহিদা বুঝে ফের প্ল্যানটি নিয়ে এসেছে এয়ারটেল কর্তৃপক্ষ।