Trending

Video

Shorts

whatsapp [#128] Created with Sketch.

Join

Follow

Bollywood Actress: বিয়ের পর ভোল-বদল এই বলি অভিনেত্রীদের, ছবি ভাইরাল হতেই অবাক নেটমহলের একাংশ

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। যেখানে প্রতিদিন বহু তারকা উঠে আসে আবার হারিয়েও যায়। সমস্ত বলি তারকারা বিশেষ করে বলিউডের অভিনেত্রীরা কারণে অকারণে প্রায়ই চর্চায় থাকেন। সম্প্রতি তেমনি বলিউডের ৫…

Avatar

বলিউড এক বিশাল সমুদ্রের মতো। যেখানে প্রতিদিন বহু তারকা উঠে আসে আবার হারিয়েও যায়। সমস্ত বলি তারকারা বিশেষ করে বলিউডের অভিনেত্রীরা কারণে অকারণে প্রায়ই চর্চায় থাকেন। সম্প্রতি তেমনি বলিউডের ৫ জনপ্রিয় অভিনেত্রী এই মুহূর্তে চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নিজেদের বর্তমান লুকের সূত্র ধরে। বিয়ের পর যাদের ভোল-বদল হয়ে গিয়েছে একেবারে।

১) রানি মুখার্জ্জী- বলিউডের অন্যতম প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী তিনি। ২০১৪ সালে যশ চোপড়ার বড় ছেলে আদিত্য চোপড়ার সাথে সাত পাক ঘোরেন অভিনেত্রী। বিয়ের পর আদিরার সন্তানের মাও হয়েছেন তিনি। তবে বিয়ের পর অনেকটাই ওজন বাড়িয়ে ফেলেছেন অভিনেত্রী, তা অবশ্য আলাদাভাবে বলার অপেক্ষায় রাখে না। তা অভিনেত্রীর বর্তমান লুক দেখলেই স্পষ্ট হবে।

সব খবর মোবাইলে পেতে 👉🏻

Join Now

Bollywood Actress: বিয়ের পর ভোল-বদল এই বলি অভিনেত্রীদের, ছবি ভাইরাল হতেই অবাক নেটমহলের একাংশ

২) সমীরা রেড্ডি- সমিরা রেড্ডি বিয়ের পর বড়পর্দা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন। সেভাবে পর্দায় দেখাও মেলে না তার। তবে বর্তমানে তিনি মাও হয়ে গিয়েছেন। তবে মা হওয়ার পর তিনি অতিরিক্তই ওজন বাড়িয়ে ফেলেছেন, তা অবশ্য তার বর্তমান ছবিতেই স্পষ্ট।

Bollywood Actress: বিয়ের পর ভোল-বদল এই বলি অভিনেত্রীদের, ছবি ভাইরাল হতেই অবাক নেটমহলের একাংশ

৩) মহিমা চৌধুরী- ‘পারদেশ’ ছবির জনপ্রিয় অভিনেত্রী তিনি। বলিউডে তার জনপ্রিয়তা নেহাতই কম নয়। বলিউডের একাধিক হিট ছবিতেও দেখা মিলেছিল তার। তবে ববি মুখার্জ্জীর সাথে বিয়ে হওয়ার পর বড়পর্দা থেকে অনেকটাই দূরে সরে গিয়েছেন অভিনেত্রী। বলাই বাহুল্য, হঠাৎই বড়পর্দা থেকে উধাও হয়ে যান তিনি। তবে বর্তমানে তাকে দেখে চেনা দায়। এই মুহূর্তে তার লুক আগের থেকে পাল্টে গিয়েছে অনেকটাই। বয়সের ছাপ তার চোখে মুখে স্পষ্ট।

Bollywood Actress: বিয়ের পর ভোল-বদল এই বলি অভিনেত্রীদের, ছবি ভাইরাল হতেই অবাক নেটমহলের একাংশ

৪) নেহা কক্কর: নেহা কক্কর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রথম সারির গায়িকা। ২০২০ সালে পাঞ্জাবি গায়ক রোহান প্রীত সিংয়ের সাথে বিবাহ সারেন তিনি। তবে বিয়ের পর আগের থেকে অনেকটাই ওয়েট গেন করেছেন গায়িকা। যার ফলে ইতিমধ্যেই একাধিকবার মিডিয়াতে রটেছে তিনি মা হতে চলেছেন। তবে সেকথা যে সত্যি নয়, পুরোটাই গুজব তা সামনে আসতে সময় লাগেনি।

Bollywood Actress: বিয়ের পর ভোল-বদল এই বলি অভিনেত্রীদের, ছবি ভাইরাল হতেই অবাক নেটমহলের একাংশ

৫) নেহা ধুপিয়া- বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী যিনি। অঙ্গদ বেদীর সাথে সাত পা ঘোরার পর আরো বেশি চর্চায় থাকেন তিনি। উল্লেখ্য, বর্তমানে তিনি দুই সন্তানের মা। তবে মা হওয়ার পর অনেকটাই ওজন বেড়ে গিয়েছে অভিনেত্রীর। অভিনেত্রীর বর্তমান লুকই তার সবথেকে বড় প্রমাণ।

Bollywood Actress: বিয়ের পর ভোল-বদল এই বলি অভিনেত্রীদের, ছবি ভাইরাল হতেই অবাক নেটমহলের একাংশ

About Author