ক্যান্সারের এই লক্ষণগুলিকে অগ্ৰাহ্য করবেন না, হতে পারে মারাত্মক বিপদ
ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, প্রিয়া দাস : ক্যান্সার একটি মারণ রোগ। এই রোগ একবার শরীরে বাসা বাঁধলে হয়ে পড়ে মারাত্বক। সব পুরুষেরাই শরীরের যেকোনো ছোটোখাটো সমস্যাকে অগ্রাহ্য করেন। ফলে শরীরে ক্যান্সার হলে তা প্রাথমিক অবস্থায় ধরা পড়ে না। ক্যান্সার যদি প্রাথমিক অবস্থাতেই ধরা পড়ে তাহলে তা নিরাময় করা সম্ভব। কিন্তু শেষ পর্যায়ে ধরা পড়লে আর কিছুই করার থাকেনা। তাই ক্যান্সারের লক্ষণকে অগ্ৰাহ্য করা চলবে না।
পুরুষদের ক্যান্সারের লক্ষণের মধ্যে পড়ে গলার স্বর পরিবর্তন, হঠাৎ করে ওজন কমে যাওয়া, খাবার গিলতে সমস্যা, পাকস্থলী বা তলপেটে ব্যথার অনুভূতি, বিশ্রামের অভ্যাসে পরিবর্তন ইত্যাদি। শরীরের যেকোনো প্রাথমিক লক্ষণকে অগ্ৰাহ্য করলে তার ফল হতে পারে মারাত্মক। আবার কখনো কখনো ক্যান্সারের কোনো লক্ষণ বোঝা যায় না। তাহলে আসুন জেনে নিই কোন কোন লক্ষণ গুলিকে পুরুষদের একদমই অগ্রাহ্য করা যাবে না-
১) প্রস্রাবের পরিবর্তন: অনেক সময় প্রস্রাবের পরিবর্তন হতে পারে ক্যান্সারের লক্ষণ। যেমন প্রস্রাবের প্রবাহ শুরুতে বা বন্ধ করতে সমস্যা, প্রস্রাবের স্রোত দুর্বল হয়ে পড়া, অন্ডকোষের ওজন বেড়ে যাওয়া ইত্যাদি।
২) মুখের পরিবর্তন: মুখের ভেতরে বা গলায় পরিবর্তন হতে পারে ক্যান্সারের লক্ষণ। যেমন মুখে এবং গলায় ব্যথা, খাবার গিলতে সমস্যা, মুখের নিচের চোয়াল নাড়াতে সমস্যা, মুখের ভিতরে সাদা দাগ, জিহ্বায় ঘা হওয়া, কাশির সাথে রক্ত পড়া ইত্যাদি।
৩) স্তন পরিবর্তন: পুরুষদের স্তন ক্যান্সার খুবই কম দেখা যায়। স্তন ক্যান্সারের লক্ষণ গুলি হল: স্তনের চারপাশে লালচে দাগ হওয়া, স্তনবৃন্ত থেকে তরল নিঃসরণ হওয়া, স্তনবৃন্তে ব্যথা ইত্যাদি।
৪) ওজন কমে যাওয়া: হঠাৎ কোনো কারণ ছাড়াই ওজন কমে গেলে তা হতে পারে ক্যান্সারের লক্ষণ।
৫) পাকস্থলী বা পেটের ব্যথা: এই ক্যান্সারের লক্ষণ গুলি হল–: খিদে কমে যাওয়া, অল্প খাওয়াতেই পেট ভরে যাওয়া, অ্যাসিডিটি ইত্যাদি।