হাতে মাত্র আর কয়েকদিন, ক্রিকেটের ২ মহাশক্তিশালী দল মুখোমুখি হতে চলেছে নাগপুরের সবুজ গ্রাউন্ডে। তবে মাঠে নামার পূর্বে একের পর এক ক্রিকেটার চোট পেয়ে দল ছাড়া হচ্ছেন নিয়মিত। যে কারণে ইতিমধ্যে উভয় দল পড়েছে মহা দুশ্চিন্তায়। আগামী ৯ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ খেলতে মাঠে নামবে টিম ইন্ডিয়া। এই সফরে ভারতের বিপক্ষে চারটি টেস্ট ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট ম্যাচ জেতা একপ্রকার অবশ্যম্ভবী হয়ে পড়েছে টিম ইন্ডিয়ার।
তবে ধারাবাহিক চোট অব্যাহত থাকায় ভারতীয় দল দুর্দান্ত ফর্মে থাকা শ্রেয়াস আইয়ারকে হারিয়েছে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ থেকে। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওডিআই ম্যাচে গভীর চোট পান তিনি। ইতিমধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে প্রথম টেস্টে তার উপস্থিতির অনিশ্চয়তার কথা। ফলশ্রুতিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামার পূর্বেই বড় ধাক্কা খেয়েছে রোহিত শর্মারা।
তবে শুধুমাত্র ভারতীয় ক্রিকেটাররা ইনজুরিতে পড়েননি, এই সমস্যায় জর্জরিত হয়েছে অস্ট্রেলিয়াও। তারা ইতিমধ্যে তাদের প্রধান দুই বোলারকে হারিয়েছে সিরিজের প্রথম ম্যাচ থেকে। আগেই ঘোষণা করা হয়েছিল, দক্ষিণ আফ্রিকা টেস্টে বাঁ-হাতের আঙুলে চোট পাওয়ার কারণে প্রথম ম্যাচ থেকে বাদ পড়বেন মিসেল স্টার্ক। পাশাপাশি অ্যাকিলিসের চোট থেকে পুরোপুরি সেরে ওঠেননি জশ হ্যাজলউড। গত মাসে বোলিং করার পর বাম পায়ে এই চোট হয়েছিল তার। জানা গেছে, চোট সেরে না ওঠার কারণে প্রথম ম্যাচ থেকে তিনিও বাদ পড়তে চলেছেন।
মিচেল স্টার্কের পর জশ হ্যাজেলউডও যদি উদ্বোধনী ম্যাচ থেকে ছিটকে যান, তাহলে সেটা অস্ট্রেলিয়া দলের জন্য বড় ধাক্কা হতে পারে। তবে সেক্ষেত্রে কিছুটা স্বস্তি পাবে টিম ইন্ডিয়া। তবে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই চোট সারিয়ে তাদের দলের নিয়মিত সদস্য হয়ে উঠবেন মিচেল স্টার্ক এবং জশ হ্যাজেলউড।