কেটিএম বাইকের বাজার শেষ করতে, দুর্দান্ত মাইলেজ এবং দারুন ফিচার দিয়ে যুব সমাজকে একেবারে পাগল করে দিতে সম্প্রতি বাজারে চলে এসেছে বাজাজ কোম্পানির নতুন পালসার N160। সম্প্রতি এই বাইকটি দেশের দুই চাকার মার্কেটে প্রবেশ করেছে। এমনিতেই বাজাজ কোম্পানির পালসার রেঞ্জ অত্যন্ত জনপ্রিয়। তার মধ্যে এই বাইকে আপনারা এমন কিছু ফিচার পাবেন যা হয়তো কেটিএম বাইকে আপনারা পেয়ে থাকেন। বাজাজ পালসারের এই নতুন বাইকে এলইডি রানিং লাইট, প্রটেক্টর হেড ল্যাম্প এবং আরো কিছু ফিচার দেখতে পাচ্ছেন আপনি। তার পাশাপাশি কেটিএম বাইক এর তুলনায় এই বাইকের দাম অনেকটাই কম হবে বলে মনে করা হচ্ছে।
এই নতুন বাইকের লুকের ব্যাপারে কথা বলতে গেলে, এই বাইকে আপনারা পেয়ে যাচ্ছেন সিঙ্গেল বাই ফাংশনাল এলইডি প্রজেক্টর হেড ল্যাম্প। বাজাজ পালসারের এই বাইকে আপনারা দুই দিকেই বুলফ ডে টাইম রানিং লাইট দেখতে পাচ্ছেন। এছাড়াও বড় ফুয়েল ট্যাংক, ট্যাংক এক্সটেনশন, স্প্লিট সিট এবং অ্যালয় হুইল পাচ্ছেন আপনি। এছাড়াও টেল লাইট এবং স্পোর্টি ডিজাইন দেখতে পাবেন আপনি।
এই নতুন বাইকে ডবল চ্যানেল এবিএস সিস্টেম রয়েছে। নতুন পালসার বাইকে আপনারা ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টারের সাথে সামনে একটি ছোট উইন্ডস্ক্রিন দেখতে পাবেন। এই বাইকের টুইন ভার্টিক্যাল এলইডি টেল ল্যাম্প, স্প্লিট গ্র্যব রেল এবং Y আকৃতির অ্যালয় হুইল দেখতে পাবেন আপনি। এছাড়াও ইউএসবি চার্জিং পোর্ট, ১৪ লিটার ফুয়েল ট্যাঙ্ক আপনি দেখতে পাচ্ছেন। এই বাইকে ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে, যার মাধ্যমে আপনি গিয়ার পজিশন, ঘড়ি, মাইলেজ এবং রেঞ্জ দেখতে পাবেন। এছাড়াও নতুন পালসার বাইকে বেশকিছু স্মার্ট ফিচার দেওয়া হয়েছে।
এই বাইকে একটি পাওয়ারফুল ইঞ্জিন দেওয়া হয়েছে। এই বাইকটিতে ১৬৪.৮ সিসি, অয়েল কুল, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন দেওয়া হয়েছে। এই ইঞ্জিনটি ১৬ PS সর্বাধিক পাওয়ার তৈরি করতে পারে এবং ১৪.৬৫ নিউটন মিটার সর্বাধিক টর্ক জেনারেট করতে পারে। এই বাইকে ট্রান্সমিশনের সাথেই ৫-স্পীড গিয়ার বক্স সাপোর্ট আপনি দেখতে পাবেন।














David Beckham’s Former Assistant Reacts to Brooklyn Beckham’s Bombshell Statement