টেক বার্তা

গরিবদের প্রথম পছন্দ টাটা ন্যানো, এবারে আসবে ইলেকট্রিক অবতারে, দেখে নিন দাম এবং ফিচার

টাটা কোম্পানিটি সম্প্রতি এই গাড়িটিকে ইলেকট্রিক ভার্সনে লঞ্চ করার প্রস্তুতি নিতে শুরু করেছে

Advertisement

দারুন ভাবে সুযোগের সদ্ব্যবহার করল ভারতের সবথেকে বড় গাড়ি নির্মাতা কোম্পানি টাটা। তাদের ডুবে যাওয়া গাড়িটিকে ভারতের প্রধান চাহিদার গাড়িতে রূপান্তরিত করতে বর্তমানে উঠে পড়ে লেগেছে টাটা কোম্পানি। রতন টাটার স্বপ্ন অবশেষে বাস্তব রূপ নিতে চলেছে ভারতীয় জনজীবনে। প্রতিটি বাড়িতে এবার থাকবে একটি করে গাড়ি। এরকমই একটি স্বপ্ন নিয়ে প্রায় বছর কুড়ি আগে টাটা ন্যানো গাড়ি বিক্রির সিদ্ধান্ত নিয়েছিলেন রতন টাটা। কিন্তু ডিজাইন খারাপ হওয়ার কারণে এই গাড়িটি ভারতের বাজারে ভালো ব্যবসা করতে পারেনি।

তবে ডিজেল চালিত গাড়ি দিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে না পারলেও এবারে অন্য পন্থা অবলম্বন করতে চলেছেন রতন টাটা। এবারে নিজের স্বপ্নের গাড়ি টাটা ন্যানোকে ইলেকট্রিক গাড়িতে রূপান্তরিত করে ভারতীয় বাজারে বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ইতিমধ্যেই এই গাড়ির বিভিন্ন ছবি এবং ভিডিও রীতিমতো সাড়া ফেলেছে নেট মাধ্যমে। গাড়ি প্রেমীরা বেশ পছন্দ করতে শুরু করেছেন এই গাড়িটিকে। প্রিমিয়াম ডিজাইনের গাড়ি হবার পাশাপাশি এই গাড়িতে একাধিক চোখ ধাঁধানো বৈশিষ্ট্য রয়েছে। চলুন দেখে নেওয়া যাক টাটা ন্যানো গাড়িতে নতুন কি কি বৈশিষ্ট্য পাওয়া যাবে।

তবে এর আগে জেনে নেওয়া যাক এই গাড়ির দাম কত হবে। এই গাড়ির দাম ৫ লক্ষ টাকা হতে পারে বলে জানিয়েছে টাটা। সাধারণ মানুষের জন্য এই গাড়িটি তৈরি করা হবে, তাই এই গাড়িটির দাম অনেকটা কম হবে বলে জানিয়েছে টাটা। যদি ব্যাটারির কথা বলা হয় তবে দুটি ভেরিয়েন্টের ব্যাটারির সাথে এই গাড়িটি ভারতের বাজার উপলব্ধ হবে বলে জানা গিয়েছে। গ্রাহকরা নিজেদের পছন্দ অনুযায়ী মডেল কিনতে পারবেন।

এর মধ্যে প্রথম মডেলটি ৭২ ভোল্টের ১৯ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি প্যাক নিয়ে আসবে যা একবার সম্পূর্ণ চার্জ দিলে ২৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দিতে সক্ষম। অন্যদিকে, এর দ্বিতীয় ব্যাটারি প্যাক ৭২ ভোল্টের ২৪ কিলোওয়াট ঘন্টার, যা একবার চার্জ দিলে আপনি ৩১৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পেয়ে যাবেন। দুটি ব্যাটারির ক্ষেত্রেই আপনি ৬০ থেকে ৭০ কিলোমিটার প্রতি ঘন্টা টপ স্পিড পেয়ে যাবেন। এছাড়াও, এই গাড়িতে পাওয়ার উইন্ডো থেকে শুরু করে ব্লুটুথ এবং মাল্টি ইনফরমেশন ডিসপ্লের মত ফিচার রয়েছে। এই গাড়িটি খুব শীঘ্রই ভারতের বাজারে লঞ্চ করবে টাটা কোম্পানি।

Related Articles

Back to top button