বর্তমান যুগে দাড়িয়ে কর্মব্যস্ততার জন্য সবসময় ত্বকের সঠিকভাবে যত্ন নেওয়া সম্ভব হয় না। যার ফলস্বরূপ ত্বকের একাধিক দীর্ঘমেয়াদী সমস্যার সৃষ্টি হয়। বিশেষ করে গরমের দিনে ডিহাইড্রেশনের কারণে ত্বকের স্বাভাবিক আদ্রতা কমতে থাকে। আর এই পরিস্থিতিতে যদি ত্বকের এক্সফোলিয়েশনের জন্য মধু ব্যবহার করা হয় তাহলে, ত্বক আগের থেকে অনেক বেশি উজ্জ্বল ও কোমল দেখায়। উল্লেখ্য, এই নিবন্ধের সূত্র ধরে উজ্জ্বল ও কোমল ত্বকের জন্য মধু ব্যবহারের মাধ্যমে একটি ফেসস্ক্রাব তৈরির পদ্ধতি জানানো হবে সকলকে।
মধু ফেসস্ক্রাব তৈরীর উপকরণ-
১) মধু এক চা চামচ,
২) দুই চা চামচ বেসন,
৩) চিনি,
৪) পরিমাণমতো জল
ফেসস্ক্রাব তৈরির পদ্ধতি
১) প্রথমে একটি ছোট বাটি নিয়ে নিতে হবে।
২) এরপর সেই বাটিতে আগে থেকে নিয়ে নেওয়া এক চা চামচ মধু, দুই চা চামচ বেসন, অল্পপরিমাণে চিনি ও পরিমাণ মতো জল ভালো করে মিশিয়ে নিতে হবে।
৩) একটি ঘন মিশ্রণ তৈরি হলেই বুঝতে হবে মধু ফেসস্ক্রাব তৈরি।
মুখে প্রয়োগের পদ্ধতি-
১) প্রথমে ত্বকের উপযুক্ত ফেসওয়াশ দিয়ে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
২) এরপর তৈরী করে রাখা ফেসস্ক্রাবটি আঙুল দিয়ে গোটা মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে।
৩) ত্বকে ফেসস্ক্রাবটি লাগানোর পর বেশ কিছুক্ষণ মাসাজ করতে হবে।
৪) শেষে ভালো করে মুখ ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।
এই স্ক্রাব বেশ কয়েকবার ত্বকের উপর প্রয়োগ করলেই তফাৎ নজরে আসবে। ত্বক পানি শূন্য হবে না অর্থাৎ স্বাভাবিক আর্দ্রতা বজায় থাকবে। পাশাপাশি ত্বকের কোমলতা ও উজ্জ্বলতাও বৃদ্ধি পাবে আগের থেকে অনেকটাই।