বর্তমানের কর্মব্যস্ত যুগে মানুষের হাতে সময় খুব কম। সবসময় নিয়ম করে নিজের যত্ন নেওয়া সম্ভব হয় না কারোর পক্ষেই। বিশেষ করে ৪০’এর পর এমন অনেকেই রয়েছেন যারা আর আলাদাভাবে নিজের কিংবা ত্বকের যত্ন নিতে আগ্রহী থাকেন না। তবে একেবারেই যদি ত্বকের যত্ন নেওয়া না হয় তাহলে, গুরুতর সমস্যা দেখা দেবে। সর্বদা পার্লারে গিয়ে নিজের ত্বকের যত্ন নেওয়া সম্ভব হয় না। অবশ্য আজকের প্রজন্মের পাশাপাশি ৪০ উর্ধ্বরাও বেশিরভাগ সময়ই ঘরোয়াভাবেই যত্ন নিতে চান ত্বকের। আর তাদের জন্যই এই নিবন্ধের সূত্র ধরে একটি ঘরোয়া সিরামের প্রসঙ্গে বিস্তারিত তথ্য দেওয়া হল।
ফেস সিরাম তৈরির পদ্ধতি:
উপকরণ:
১) রোজসিপ তেল- এক টেবিল চামচ, এতে অ্যান্টি-অক্সিডেন্ট ও প্রয়োজনীয় ফ্যাটি অ্যাসিড বর্তমান। এটি ত্বকের গঠন ও ত্বকের সূক্ষ্ম বলিরেখা দূর করতে সহায়তা করে থাকে।
২) জোজোবা তেল- এক টেবিল চামচ, এতে প্রদাহজনক বৈশিষ্ট্য বর্তমান, যা ত্বককে মসৃণ রাখতে সহায়তা করে থাকে।
৩) আরগান তেল- এক টেবিল চামচ, মুখের লালচে ভাব কমাতে এটি কার্যকরী।
৪) ভিটামিন-ই তেল- এক টেবিল চামচ, এই ত্বককে হাইড্রেট রাখতে সহায়তা করে থাকে।
৫) ল্যাভেন্ডার এসেন্সিয়াল তেল- ৫ ফোঁটা, ত্বকের সূক্ষ্ম বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল করে এই তেল।
পদ্ধতি:
১) প্রথমে একটি পাত্রে উপরিউক্ত সমস্ত উপকরণ নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে সিরাম।
২) এরপর সেটি একটি কাঁচের বোতলে সংরক্ষণ করে রাখতে হবে।
৩) পরে সেটি সকাল বিকেল নিয়ম করে দুই ফোঁটা করে ত্বকে লাগিয়ে ম্যাসাজ করতে হবে আলতো হাতে।
৪) এই সিরাম মুখে লাগানোর পর শুকানোর জন্য সময় দিতে হবে বেশ কিছুটা।
৫) ত্বকের উপর এই সিরাম পুরোপুরি শুকিয়ে গেলেই ত্বক উজ্জ্বল দেখাবে।
তবে এটি নিয়ম করে সকাল বিকেল মুখে প্রয়োগ করলে তবেই তফাৎ নজরে আসবে।