জীবনযাপনস্বাস্থ্য ও ফিটনেস

আপনার এই লক্ষনগুলি নেই তো? তাহলে কিন্তু কিডনির সমস্যা!

Advertisement

ভারত বার্তা ডিজিটাল ডেস্ক, সোমনাথ বিশ্বাস : আমাদের শরীরের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ হলো কিডনি। তাই কিডনি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হলে শুরু হয় একের পর এক সমস্যা। কিডনির অসুখ হলে আগে থেকে প্রায় বোঝাই যায়না বললেই চলে। কিন্তু কিছু এমন লক্ষণ থাকে যেগুলো থেকে আগেভাগে সতর্ক হওয়া যায়। সেই লক্ষণ গুলো সম্বন্ধে জেনে রাখা খুবই জরুরি। জেনে নিন এমনই কিছু লক্ষণ-

১. দিনের মধ্যে যদি স্বাভাবিকের তুলনায় বেশি বার প্রস্রাব লাগে তাহলে অবশ্যই সতর্ক হওয়া উচিত। কিডনি ঠিকভাবে কাজ না করলে এমনটা হতে পারে।

২. মুখ, চোখের কোল যদি হঠাৎ করে ফুলে যায় তাহলে সতর্ক হন। কারণ কিডনির সমস্যা থেকে এমনটা হতে পারে।

৩. হাত, পা বা পিঠের পেশিতে হঠাৎ করেই ঘন ঘন অস্বাভাবিক টান বা খিঁচুনি ধরছে, তাহলে সতর্ক হন। এগুলো কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।

৪. ত্বক যদি অসময়ে শুষ্ক হয়ে যায়, তাহলে অবশ্যই সতর্ক হওয়ার প্রয়োজন। এটা কিডনির কোনো সমস্যা হলে এমনটা হতে পারে। কারণ কিডনি আমাদের শরীর থেকে ক্ষতিকর পদার্থ গুলি ছেঁকে বাইরে বের করে দেয়। কিডনি ঠিক ভাবে কাজ না করলে এই ক্ষতিকর পদার্থ গুলি জমে গিয়ে ত্বক রুক্ষ ও শুষ্ক করে দিতে পারে।

৫. যদি দেখেন আপনার মুত্রথলিতে কোনো সংক্রমণ হয়েছে বা প্রস্রাবের সময় জ্বালা করছে তাহলে সেটা কিডনির সমস্যার জন্যে হতে পারে।

৬. পায়ের পাতা বা গোড়ালি হঠাৎ করেই অস্বাভাবিক ফুলে গেলে সেটা কিডনির অসুখের লক্ষণ হতে পারে।

৭. পিঠের দিকে, কোমরের একটু উপরে যদি ঘন ঘন ব্যাথা অনুভব করেন তা হলে অবশ্যই সতর্ক হওয়া জরুরি। কিডনি ঠিক ভাবে কাজ না করলে এটা হতে পারে।

Related Articles

Back to top button